দ্বিতীয় দিন সকালে বাংলাদেশকে ভোগাচ্ছিলেন দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা জুটি। পঞ্চম উইকেটে তারা দুজন ফিফটি তুলে নিয়ে দলীয় সংগ্রহে যোগ করেছিলেন ৮৬ রান। তাতে শ্রীলঙ্কার সংগ্রহ বেড়ে হয়েছিল ৩৭৫। এই রানে অবশ্য এই জুটি ভাঙেন সাকিব। ১০৬ ওভারের মাথায় সাকিবের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চান্দিমাল। ১০৪ বল খেলে ৫টি চার ও ২ ছক্কায় তিনি করে যান ৫৯ রান।
চান্দিমাল-ধনঞ্জয়ার জোড়া ফিফটি, বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা:
আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা আজ রোববার দ্বিতীয়দিনে তুলে নিয়েছেন ফিফটি। তাদের জোড়া ফিফটিতে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।
চান্দিমাল ৮৫ বলে ৪টি চার ও ২ ছক্কায় ফিফটি করেন। আর ধনঞ্জয়া ৭০ বলে ৬টি চার ও ১ ছক্কায় পৌঁছান ফিফটিতে। তাদের অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে ভর করে ১০৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বেড়ে হয়েছে ৩৭৫ রান।
দ্বিতীয় দিনের খেলা শুরু:
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা সকাল ১০টা থেকে শুরু হয়েছে। ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলে প্রথমদিন শেষ করা শ্রীলঙ্কা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ব্যাট করছে। আগেরদিন ৩৪ রান নিয়ে অপরাজিত থাকা দিনেশ চান্দিমাল ও ১৫ রান নিয়ে অপরাজিত থাকা ধনঞ্জয়া ডি সিলভা দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ