বাংলা৭১নিউজ,মির্জাপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে বিদেশ ফেরত ১৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে দেওয়া হয়েছে এবং সকল প্রকারের সভা সমাবেশ প্রশাসন থেকে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় বিভিন্ন দেশ থেকে চাটমোহরে ১৪৯ জন দেশে এসেছেন। তার মধ্যে ১৩৯ জনকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে দেওয়া হয়েছে। বাঁকী ১০জন ঢাকায় অবস্থান করছেন এবং তারা স্বাভাবিক রয়েছেন। হোম কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিদের কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া পাওয়া যায়নি।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার আইসোলেশন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া গেলে তাকে সেখানে রাখা হবে। হোম কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিরা সঠিকভাবে হোম কোয়ারেন্টিন মানছে কিনা তা পর্যবেক্ষণে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ গোলাম রায়হান বিদেশ ফেরত হোম কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিদের বাড়ি বাড়ি যাচ্ছেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমান জানান করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। উপজেলা মেডিকেল টিম গঠণ করা হয়েছে এবং তারা সবাইকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে চাটমোহর উপজেলা প্রশাসন সকল প্রকার সভা, সেমিনার, মিটিং, সামাজিক অনুষ্ঠান, গণজমায়েত, ওয়াজ মাহফিল না করার জন্য এবং সকল প্রকার কোচিং সেন্টার বন্ধের জন্য মাইকং করে নির্দেশ জারী করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ