বুধবার, ২৬ জুন ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক তারেককে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা চলমান: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি থেকে ফয়সাল-মোস্তাফিজ গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, বিস্ফোরিত মাঝ-আকাশেই তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে: আইজিপি পাকিস্তানে শিশুসহ একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা শনিবার ঢাকায় সমাবেশ, ৩ দিনের কর্মসূচি দিল বিএনপি বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা দুই আসামিকে ধরতে খাগড়াছড়িতে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, পথে পথে নানা দুর্ভোগ

চাকরি দেয়ার কথা বলে ৩৩ লাখ টাকা আত্মসাৎ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
  • ১৪৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী সুলতান হোসেন চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৩৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা গত সোমবার বিকেলে প্রতারক সুলতান হোসেনকে অফিসের মধ্যে অবরুদ্ধ করে রাখে।

ভুক্তভোগীরা জানায়, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী মো. সুলতান হোসেন গত এক বছরে বিভিন্ন সময়ে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে চাকরি দেয়ার কথা বলে উপজেলার ময়না ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী খাদেজার কাছ থেকে ৮লাখ, শেখর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নৈশ প্রহরী গোপালের কাছ থেকে ৬লাখ, বোয়ালমারী স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহায়ক কাম নৈশ প্রহরী আব্দুস সালামের কাছ থেকে ৮ লাখ, শেখর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের আয়া আনোয়ারা পারভীনের কাছ থেকে ৬লাখ ২০হাজার, বোয়ালমারী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহায়ক বাবুল খন্দকারের কাছ থেকে ৪লাখ ও দাদপুর ইউনিয়নের আমোদী গ্রামের মেহেদী নামে এক যুবকের কাছ থেকে ১লাখ টাকা হাতিয়ে নেয় ।

এ ঘটনা জানাজানি হলে প্রতারক সুলতান নিজ কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকে। বিষয়টি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রবিন বিশ্বাস জেলা কর্মকর্তাকে জানালে সোমবার ঘটনা তদন্তে আসেন মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. সোয়েব আলী মিয়া।

এ ব্যাপারে শেখর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের আয়া আনোয়ারা পারভীন বলেন, আমার বোনকে (এফডব্লিউভি) পদে চাকরি দেয়ার কথা বলে ৬লাখ ২০হাজার টাকা নেয় সুলতান। অদ্যাবধি চাকরিও দেয় না টাকা ফেরত চাইলে টাকাও দেয় না এবং সে নিজে অফিসে আসা বন্ধ করে দিয়েছে।

বোয়ালমারী স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহায়ক কাম নৈশ প্রহরী আব্দুস সালাম বলেন, আমার ভাইয়ের ছেলের চাকরি দেয়ার কথা বলে ৮লাখ টাকা নেয় সুলতান।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রবিন বিশ্বাস বলেন, অফিস সহকারী সুলতানের অফিসে অনুপস্থিতির বিষয়টি তদন্ত কর্মকর্তা তদন্ত করে রির্পোট দিয়েছেন। এ ব্যাপারে উর্ধতন কর্মকর্তা ব্যবস্থা নিবেন। আর চাকরি দেয়ার কথা বলে টাকা নেয়ার বিষয়টি আমি আমার উর্ধতন কতৃপক্ষকে জানিয়েছি।

এ ব্যাপারে অভিযুক্ত প্রতারক সুলতান হোসেন টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, আমি বিভিন্ন লোকের মাধ্যমে চাকরি দিয়ে থাকি। এই টাকা যাদের মাধ্যমে চাকরি দেই তাদেরকে দেয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com