শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ২

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৭০ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ওয়েব সাইটে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান থানার শাহাজাদপুরের সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লি. অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। সূর্যবিডি সিকিউরিটি সার্ভিসে নিয়োগের বিজ্ঞাপন দিয়েই তারা প্রতারণা করে আসছিলো বলে র‌্যাব জানিয়েছে।

প্রতারণার অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন- নিরঞ্জন সরকার (৪৮), ও বিকাশ বড়ুয়া (৪৪)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৭০টি ভিজিটিং কার্ড, ১১টি ভর্তি ফরমের প্যাড, চাকরি প্রত্যাশীদের ৪০টি ভর্তি ফরম ও ১টি আয়-ব্যয়ের রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, বিভিন্ন অনলাইন পোর্টাল, পত্রিকা, লিফলেট ও বিভিন্ন ওয়েব সাইটে লোভনীয় বেতনে চাকুরীর বিজ্ঞাপন দিয়ে আসছিলো। এই প্রতারক চক্রের মূলহোতা নিরঞ্জন সরকার। সে কথিত সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ কোম্পানির এমডি। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক যুবতীদের আকৃষ্ট করে।

চাকরি প্রত্যাশীরা তাদের সুদৃশ্য অফিসে এলে তারা জানাতো কোম্পানির অফিস এক্সিকিউটিভ অফিসার, কাষ্টমার সাপ্লাই অফিসার, জুনিয়র অফিসার, কাষ্টমার রিলেশন অফিসার, মার্কেটিং ম্যানেজার, টেলি মার্কেটিং অফিসার, রিক্রুটিং অফিসার পদে চাকরি খালি আছে। যেগুলির প্রতিটিতে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেতন। এরপর তারা চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে কোম্পানিতে ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা এবং চাকরিতে যোগদান ফি বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করে নিতো।

ভুক্তভোগী বেশ কয়েকজনের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা খুঁজে পেয়ে বৃহস্পতিবার রাতে গুলশানে সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লি. এর ঐ অফিসে অভিযান চালায়। সেখানে দুই প্রতারককে গ্রেফতার করে। এ ব্যাপারে ঢাকার গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

বাংলা৭১নিউজ/এএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com