বাংলা৭১নিউজ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরাদপুর গোরস্থান এলাকা থেকে ৮ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। সোমবার রাত পৌনে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলামিন (৩০) ও ঝিকরা গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে সেলিম রেজা (২২)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, মুরাদপুর এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৮ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আলামিন ও সেলিম রেজাকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য ২৫ লাখ ৮০ হাজার টাকা বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/আর এস