বাংলা৭১নিউজ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে স্কুল চত্বরে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়াল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. মুক্তাদিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের অবসার প্রাপ্ত প্রধান শিক্ষক নবকান্ত ব্যান্ধ্যা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. মতিউর রহমান, শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাঃ নুরুল ইসলাম, শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাঃ ব্রাইনির ইসলাম, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ওজিউল মিঞা, স্কুল ছাত্রী চৈতী, অত্র বিদ্যালয়ের পরিচালক শাহিন আক্তার প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলা৭১নিউজ/জেএস