বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা কোর্ট স্টেশন এলাকায় চলন্ত আন্তঃনগর ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে মাহবুব আলম (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহবুরের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের মই পুকুরিয়া গ্রামে। তার পিতার নাম দুলাল মিয়া।
নিহতের আত্মীয় স্বজন ও প্রত্যক্ষদর্শীরা উদ্ধৃতি দিয়ে কৈলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল ভূঁইয়া জানায়, মাহবুব মঙ্গলবার ঢাকা থেকে আন্তঃনগর ট্রেন ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’করে নেত্রকোনায় আসছিলেন। সে নেত্রকোনা বড় স্টেশনে নামার কথা থাকলেও ভুলবশত নামতে না পারায় জেলা শহরের চকপাড়া কোর্ট স্টেশন এলাকায় রাত ৮টার দিকে চলন্ত ট্রেন থেকে অন্যান্য যাত্রীদের নিষেধ অমান্য করে লাফিয়ে নামার চেষ্টা কালে ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নেত্রকোনা কোর্ট স্টেশন মাস্টার সৈয়দ রাকিব হাসান ট্রেনে কাটা পড়ে যুবক নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে গেছে।
বাংলা৭১নিউজ/জেএস