মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: শিল্পমন্ত্রী উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে: ওবায়দুল কাদের এডিসের লার্ভা পাওয়ায় ৯ বাড়িওয়ালাকে দেড় লাখ টাকা জরিমানা শেরপুরে আগ্রাসী ব্রহ্মপুত্র, ভাঙনে দিশেহারা নদীতীরের মানুষ দুই ঘণ্টার কোটা আন্দোলনে স্থবির ঢাকা বাংলাদেশ-ইইউর ৩ মি‌লিয়ন ইউরোর ঋণ সহায়তা চু‌ক্তি স্বাক্ষর কুমিল্লা আদালতে মামুনুল হক-খালেদ সাইফুল্লাহ প্রতিমন্ত্রী সিমিনের সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ বিকাশ অ্যাপে প্রথমবার বিল পরিশোধে ৯০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন জরিমানা পরিশোধ করলেই গাড়ির কাগজ পৌঁছে যাবে ডাক বিভাগে গুলিস্তানের জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীদের অবরোধ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী কোটা সংস্কার নিয়ে আ স ম রবের পাঁচ দফা একযোগে র‌্যাবের চার ব্যাটালিয়নসহ পাঁচ পরিচালককে বদলি কোটাবিরোধী আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে: ফখরুল চুপিসারে ফেরেশতাদের কথা শুনে যা করতো জিনেরা ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা আটক বেনজীরের গুলশানের ৪টি ফ্ল্যাট পরিদর্শনে দুদক টিম সায়েন্সল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, যানচলাচল বন্ধ পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক শেষে যা জানা গেলো

চলন্ত ট্রেনে থাবা মেরে মোবাইল ছিনিয়ে নিতেন তারা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ছিনতাই করা চারটি মোবাইল উদ্ধার করা হয়।

রোববার (২০ মার্চ) দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- আশুগঞ্জের চর চারতলার সাগর মিয়া (২০), যাত্রাপুরের বিজয় (১৯), চর চারতলার জনি মিয়া (১৯) ও নরসিংদীর রায়পুরা উপজেলার শিবলী মাহমুদ (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালান র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় মোবাইলসহ ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার সাগর মিয়ার নেতৃত্বে আশুগঞ্জ মেঘনা নদীর ব্রিজে ট্রেন আসার আগে রেলিং ধরে মোবাইল ছিনতাইয়ের জন্য ওঁত পেতে থাকেন ছিনতাইকারীরা।

ট্রেন আসলে যাত্রীরা যখন ব্রিজ এবং মেঘনা নদীর প্রাকৃতিক দৃশ্য ধারণ করার জন্য মোবাইল বের করে ছবি তুলতে থাকেন, তখন ছিনতাইকারীরা থাবা দিয়ে মোবাইল নিয়ে যান।

কখনো কখনো ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের আঘাতও করেন। এরপর ছিনতাই করা মোবাইলগুলো গ্রেফতার শিবলী মাহমুদসহ বিভিন্ন ব্যক্তির কাছে তারা বিক্রি করেন।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, উদ্ধার মোবাইল এবং গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com