বাংলা৭১নিউজ,ডেস্ক:নাটোরের চলনবিলে নৌবিহারে এসে দিক হারিয়ে ফেলা নারী-শিশুসহ ৪০ পর্যটককে উদ্ধার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ের সামনে পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রেসব্রিফিংয়ে জানান, বুধবার সকালে নওগাঁর আত্রাই থেকে ৫ শিশুসহ ৪০ জনের একটি পর্যটক দল নৌবিহারে আসে চলনবিল এলাকায়।
সারাদিন চলনবিলের বিভিন্ন স্থানে বেড়ানোর পর সন্ধ্যায় তারা পৌঁছায় সিংড়া উপজেলা তিষিখালী মাজারে। সেখানে রাতের খাবার শেষে রাত সাড়ে ১০টায় নওগাঁর আত্রাই থানার উদ্দেশে রওনা দেয়। কিন্তু রাতের অন্ধকার আর চলনবিলের উত্তাল ঢেউয়ে দিক হারিয়ে ফেলেন মাঝি। প্রায় ৩ ঘণ্টা চলনবিলে ভেসে থাকার পর পিয়াস নামে এক পর্যটক ফোন করে ৯৯৯ নম্বরে।
৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর থানা পুলিশের একাধিক টিম অনুসন্ধানে নামে। মোবাইল ট্রাকিং ও ঢাকার এল আইসির সহায়তায় গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর এলাকায় তাদের সন্ধান পায় পুলিশ। ভোর ৪টায় তাদের উদ্ধার করা হয়। এরপর পুলিশ প্রহরায় আত্রাই থানার সীমানা পর্যন্ত পৌঁছে দেয়া হয় তাদের।
বাংলা৭১নিউজ্/এবি