বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ! স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি নতুন বছরে দেশবাসীর জন্য তারেক রহমানের বার্তা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের লড়াই, তবু খুলনার কাছে হার চট্টগ্রামের দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় নিলামের পণ্য কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করতে আরেকবার যুদ্ধে অংশ নিতে হবে ৫৫ বছরে বাগদান সারলেন সোহেল তাজ, জানা গেল পাত্রীর পরিচয় পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার, করা যাবে না নাচ-গান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০ গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিব ও জাতীয় চার নেতার ম্যুরাল চব্বিশের অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস আলম বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই: মঞ্জুরুল ইসলাম

চবির শিক্ষকবাসে হামলা, চালককে মারধর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,চট্টগ্রাম প্রতিনিধি: সড়ক পরিবহন আইনের সংষ্কারের দাবিতে টানা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে চট্টগ্রামেও। প্রথম দিন রবিবারের মত আজ সোমবারও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়কে পিকেটিং করে পরিবহণ শ্রমিকরা। এ সময় সড়কে যানবাহন চলাচলে বাঁধা প্রদান ও যাত্রীদেরও লাঞ্চিত করে শ্রমিকরা। এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকদের বহনকারী একটি বাসেও হামলা চালায় পরিবহন শ্রমিকরা।

সকাল ৮ টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় বিশ্ববিদ্যালয়গামী ওই বাসের (বাস নং-১১০০২৫) দরজা ও জানালার কাঁচ ভাংচুর করে শ্রমিকরা। চালক দুলালকে মারধর করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। যদিও নগরীর তিন নম্বর সড়কে চলাচলকারী বিশ্ববিদ্যালয়ের যানবাহন ধর্মঘটের আওতামুক্ত ছিল।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বঞ্চলীয় সভাপতি মৃণাল চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী তিন নাম্বার সড়কের বাস ধর্মঘটের আওতামুক্ত ছিল। এরপরও পরিবহন শ্রমিকরা চবির শিক্ষক বাসে বাঁধা ও হামলা চালানো খুবই দু:খজনক।এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে নগরীর রাহাত্তারপুল এলাকা থেকে ক্যাম্পাশের উদ্দেশ্যে যাত্রা করে চবির শিক্ষকবাহী বাসটি। সকাল ৮টা ১০ মিনিটে সেটি বহদ্দারহাট টার্মিনালে পৌঁছালে সেখানে থাকা ২৫-৩০ জন পরিবহন শ্রমিক হামলা চালায়। এ সময় শ্রমিকরা বাসটির দরজা-জানালার কাঁচ ভাংচুর করে।

শ্রমিকরা আশালীন ভাষায় গালিগালাজ করে চালক দুলালকে মারধর করে মুখে আলকাতরা মাখিয়ে দেয়। তার মানিব্যাগ কেড়ে নিয়ে নগদ ৩ হাজার ১০০ টাকা এবং ১৫ হাজার টাকা সমমূল্যের মোবাইল ছিনিয়ে নেয় বলে জানান চবি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী হারুন-উর-রশীদ। তিনি বলেন, হামলার সময় বাসটি ধর্মঘটের আওতামুক্ত বলার পরেও পরিবহন শ্রমিকরা চালক দুলালকে মারধর করে। আহত অবস্থায় সে কোনরকমে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাস চালিয়ে নিয়ে আসে। তাকে চবি মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী বলেন, ভর্তি পরীক্ষার কারনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যানবাহন ধর্মঘটের আওতামুক্ত ছিল। এরপর শিক্ষকবাহী বাস ভাংচুর ও চালককে মারধর করে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া সত্যিই দু:খজনক। এ বিষয়ে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/বিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com