কাজ শেষ না করেই যে কোনো প্রকল্প শতভাগ বাস্তবায়ন হয়েছে বলে চালিয়ে দেয় সরকার, সিপিডির এমন বক্তব্যকে ভিত্তিহীন বলছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার একনেক সভাশেষে তিনি বলেন, নিয়ম মেনেই জিডিপি প্রাক্কলন করা হচ্ছে। শুধুমাত্র সরকারি চাকুরেদের বেতন বাড়ায় জিডিপি বেড়েছে এমন কথাও মানতে নারাজ মন্ত্রী।
রোববার বাজেট প্রস্তাবনায় সিপিডি জানায়, ৬০ ভাগ কাজ হলেই সরকার যেকোনো প্রকল্পকে শতভাগ বলে চালিয়ে দেয়। সরকারের জিডিপি প্রাক্কলন নিয়েও প্রশ্ন তোলে গবেষণা সংস্থাটি। তবে পরিকল্পনামন্ত্রী মনে করেন সিপিডির এসব বত্তব্য ভিত্তিহীন।
চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে মিয়ানমারের ঘুনধুম সীমান্ত পর্যন্ত ১৩০ কিলোমিটার রেললাইন নির্মাণে সংশোধিত প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ের ৭৩ শতাংশই দেবে এডিবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপিতত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৮ হাজার ৬৫৭ কোটি টাকা ব্যয়ে ৮ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
– See more at: http://independent24.tv/2016/04/19/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b2/#sthash.KLrSpklS.dpuf