বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদ‌কের ৫ মামলা শেখ হাসিনা প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর হামাস-হিজবুল্লাহর ২৩০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল চিনি আমদানিতে কমলো ১৫ শতাংশ শুল্ক-কর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরির বয়স দুই বছর ৩৫, স্থায়ীভাবে ৩৩ করার দাবি বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা নাসরাল্লার দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের পুলিশের কাজে গতি ফেরাতে ৫০ গাড়ি, হস্তান্তর ১০ থানায় লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান যমুনা ব্যাংকের পর্ষদ সভা ১৭ অক্টোবর ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রাম উপ-নির্বাচন : গ্রামেই বেশি ভোট পেয়েছে নৌকা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৫৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: দীর্ঘ ৪৭ বছর পর চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। শতকরা ৮০ শতাংশের বেশি ভোট পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিন। শহর আর গ্রাম নিয়ে গড়া এ আসনে এবার গ্রামে সবচেয়ে বেশি ৪৬ দশমিক ৯৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের জিমনেশিয়াম হলে রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রাম-৮ আসনে ভোটার রয়েছেন চার লাখ ৭৪ হাজার ৪৮৫। এর মধ্যে ভোট দিয়েছেন এক লাখ আট হাজার ৫৮১ জন। সে হিসেবে উপ-নির্বাচনে শতকরা ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশনভুক্ত ১০১ কেন্দ্রে ভোট পড়েছে ১০ দশমিক ৩৩ শতাংশ।

Vot-2

বোয়ালখালী উপজেলার ভোটার সংখ্যা এক লাখ ৬২ হাজার ৮৯৩। যার মধ্যে ভোট দিয়েছেন ৫৯ হাজার ৫২২ জন। সে হিসেবে ১২ দশমিক ৫৪ শতাংশ মানুষ গতকাল উপ-নির্বাচনে ভোট দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন পেয়েছেন ৫১ হাজার ১৭ ভোট। যা মোট প্রদত্ত ভোটের ৪৬ দশমিক ৯৮ শতাংশ।

বিপরীতে বোয়ালখালীতে বিএনপি প্রার্থী ভোট পেয়েছেন মাত্র ছয় হাজার ৫০৪ ভোট। যা মোট প্রদত্ত ভোটের পাঁচ দশমিক ৯৯ শতাংশ। তবে মহানগরের কেন্দ্রগুলোতে তুলনামূলক ভালো করেছে বিএনপি। ১০১ কেন্দ্রে নৌকার প্রার্থীর ৩৬ হাজার ২২৯ ভোটের বিপরীতে ধানের শীষ পেয়েছে ১১ হাজার ৪৩১ ভোট। যা মোট প্রদত্ত ভোটের ১০ দশমিক ৮৯ শতাংশ।

এছাড়া গ্রাম শহর মিলিয়ে মোট ভোটার অনুপাতে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৮ দশমিক ৬৭ শতাংশ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন মাত্র ৩ দশমিক ৮ শতাংশ ভোট।

Vot-2

এ বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী মোছলেম বলেন, ‘আমি গ্রামের ছেলে, বোয়ালখালীর ছেলে। তাই আমার এলাকার মানুষ আমাকে বেশি ভোট দেবে এটাই স্বাভাবিক। তবে শহরেও ভালো সাড়া পেয়েছি।’

এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীকে পেয়েছেন এক হাজার ১৮৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীকে পান ৯৯২ ভোট, ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর প্রতীকে পান ৬৫৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক আপেল প্রতীকে পান ৫৬৭ ভোট।

এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার নৌকার টিকিট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জাসদ নেতা মইন উদ্দিন খান বাদল। এর আগের সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি থেকে অনেকবার এমপি নির্বাচিত হলেও স্বাধীনতার পর ১৯৭৩ সালেআওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন প্রথমবারের মতো এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

বাংলা৭১নিউজ/আরএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com