শনিবার, ০৬ জুলাই ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে : প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দাবার বোর্ডেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া আটলান্টিকে নৌকাডুবি, ৮৯ অভিবাসীর মৃত্যু মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর আগমনে পদ্মা পাড়ে উৎসবের আমেজ সকালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক এসসিও-র শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী কেন গেলেন না? ব্রিটেনের নির্বাচন: লেবার পার্টির বিশাল জয়, সুনাকের পরাজয় প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান বান্দরবানে বেনজীরের সম্পত্তি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে

চট্টগ্রামে রপ্তানির নামে অর্থপাচারের চেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৪ বার পড়া হয়েছে

গার্মেন্ট পণ্য রপ্তানির নামে ২২ লাখ টাকা অর্থপাচারের চেষ্টা করেছে ঢাকার প্রতিষ্ঠান ইনফিনিটি সার্ভিস সলিউশন। প্রতিষ্ঠানটি ঢাকার শুলশানের আরএম স্টোরে অবস্থিত। ৩৮ হাজার রপ্তানি পণ্যের ঘোষণা দিয়ে ৮৩ হাজার পণ্য রপ্তানির জন্য কন্টেইনার ভর্তি করছিল ওই প্রতিষ্ঠান। এর আগে খবর পেয়ে কাস্টমস দল ধরে ফেলে।

চালানটিতে ২২ লাখ শুল্ক ফাঁকির চেষ্টা করেছিল।

এই প্রতিষ্ঠানটি এর আগেও একই ঘটনা ঘটিয়ে অর্থপাচার করছিল বলে সন্দেহ করছে কাস্টমস। এজন্য প্রতিষ্ঠানটির আগের চালানগুলো যাচাই করে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের আগ্রাবাদের ডায়নামিক ইন্টারন্যাশনাল লিমিটেডকেও নজরদারিতে রেখেছে কাস্টমস।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার আহসান উল্লাহ বলেন, ‘গার্মেন্ট ঘোষণা দিয়েছে ঠিকই কিন্তু ৪৫ হাজার পিস বেশি পণ্য রপ্তানির জন্য কন্টেইনার ভর্তি করছিল। এসব পণ্যের মধ্যে ছিল পোলো শার্ট, লেডিস-জেন্টসের আন্ডার গার্মেন্টসহ বিভিন্ন পণ্য। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আমরা অর্থ পাচার করার চেষ্টাছিল বলে ধারনা করছি। এর প্রতিষ্ঠানটির আগের চালানগুলোতে এমন অনিয়ম ছিল কিনা খতিয়ে দেখছি। ’

জানা গেছে, ঢাকার গুলশান এভিনিউর আরএম স্টোরের ইনফিনিটি সার্ভিস সলিউশান নামের একটি প্রতিষ্ঠানের চালানটি সংযুক্ত আরব আমিরাতে রপ্তানির উদ্দেশ্যে বেসরকারি কন্টেইনার ডিপো এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আনা হয়েছিল। সেখান থেকে কন্টেইনার ভর্তি করে চট্টগ্রাম বন্দরে নিয়ে জাহাজীকরণ করার কথা ছিল। এ চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের আগ্রাবাদের ডায়নামিক ইন্টারন্যাশনাল লিমিটেড।

চালানটির বিপরীতে রপ্তানিকারক প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খোলেন। রপ্তানিকারক ঘোষিত ৩৮ হাজার ৩১১ পিসের বিপরীতে ২১ হাজার ৯৭২ দশমিক ৭৫ ডলার (প্রতি পিসের ঘোষিত মূল্য দশমিক ৫৮ ডলার) বা ১৮ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা রাজস্ব পেতো সরকার।

কিন্তু কন্টেইনার খুলে কায়িক পরীক্ষায় পাওয়া গেছে ৮৩ হাজার ৩৫১ পিস পণ্য। অতিরিক্ত পাওয়া যায় ৪৫ হাজার ৪০ পিস পণ্য। সঠিক ঘোষণা থাকলে বাংলাদেশি মুদ্রায় ৪০ লাখ ৮৮ হাজার ২৪১ টাকা প্রাপ্তি হতো। রপ্তানিকারক এ চালানের মাধ্যমে ২১ লাখ ৯৭ হাজার ৪৮৬ টাকা পাচারের অপচেষ্টা করেছেন।
  
এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে কাস্টমস আইন ও বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কাস্টমস কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com