বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে মদপানে তিন যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও এক যুবককে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির মালিপাড়া এলাকায় চারজন মদপানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদের মধ্যে বিশ্বজিৎ মল্লিক (২৬) ও শাওন মজুমদার জুয়েলকে (৩২) মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আর মিলটন গোমেজ (৩০) ও উজ্জ্বল বণিককে (২০) তাদের স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
আর অসুস্থ অবস্থায় উজ্জ্বল বণিক নামে একজনকে নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমইউ