বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে কর্ণফুলী থানার ফসিল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ রুটেই চলাচলকারী একটি লোকাল বাস রাস্তার পাশের একটি ফিলিং স্টেশন থেকে মহাসড়কে প্রবেশ করছিল। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/এমইউ