চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের মধ্যে পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
সোমবার (১৬ জানুয়ারি) নগরীর কাজীর দেউড়ি এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।
বিএনপি নেতাদের দাবি, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে। অন্যদিকে পুলিশের দাবি মিছিল থেকে তাদের ওপর হামলা করা হলে আত্মরক্ষার্থে ছত্রভঙ্গ করে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির সমাবেশ চলছিল নাসিমন ভবনের সামনে। কাজীর দেউড়ি থেকে একটি মিছিল নাসিমন ভবনের দিকে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ পিছু হটে শিশুপার্কের দিকে চলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ সদস্যরা ফাঁকা গুলি ছুড়তে থাকেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা এদিক-ওদিক ছুটতে থাকেন। একপর্যায়ে রাস্তায় থাকা গাড়ি ভাঙচুর ও পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
ঘটনাস্থলে থাকা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী সংবাদমাধ্যমকে বলেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করেছে। আমাদের কর্মীদের লক্ষ্য করে গুলিও ছুড়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম সংবাদমাধ্যমকে বলেন, পুলিশের ওপর আমাদের কেউ হামলা করেনি। পুলিশই আমাদের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে। ফাঁকা গুলি ছুড়েছে।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বলেন, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হলে আত্মরক্ষার্থে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ