বাংলা৭১নিউজ,চট্টগ্রামের প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে আহত ইউপি সদস্য এমরান চৌধুরীর (৪৫) মৃত্যু হয়েছে। প্রায় ১২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার রাত ৩ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার উপজেলার ইছাপুর বাজারে দুপুর পৌনে ২টার দিকে এক যুবক অতর্কিতভাবে এমরান চৌধুরীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
লোকজন তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করার পর বিকেলের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে দুপুরের দিকে তার লাশ নিয়ে গেছেন স্বজনরা।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, পারিবারিক জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্য এমরান চৌধুরীকে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনও থানায় মামলা করেনি কেউ।তবে পুলিশ ছুরিকাঘাত করা ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় লোকজন জানান, ইউপি সদস্য এমরান চৌধুরী হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সদস্য। তিনি এমরান কান্দর আলি চৌধুরী বাড়ির মো. ওমর চৌধুরীর ছেলে।
মঙ্গলবার গড়দুয়ারা স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানান, ওই এলাকার ছাত্রনেতা তরিকুল কালাম তুহিন।
বাংলা৭১নিউজ/এসই