বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিআরবি এলাকা থেকে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো.রবিউল ইসলাম রুবেল (২৮), মো. বেলাল হোসেন (২২), মো. দ্বীন ইসলাম (২৬), মো. সুমন প্রকাশ ভাগিনা ফারুক (২৫)।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালি থানার সিআরবি এলাকার পাকা রাস্তা থেকে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি লোহার পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/কে এইচ