রাজধানীর মোহাম্মদপুরে চকলেট কিনে দেওয়ার কথা বলে তিন বছর বয়সী শিশু মো. সিদ্দিককে অপহরণ করেছেন এক ব্যক্তি। অপহরণকারীকে গ্রেফতারে সবার সহায়তা চেয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (১৭ মে) মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর থানা এলাকার একটি বাসার সামনের রাস্তায় মহল্লার অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সিদ্দিক। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি শিশু সিদ্দিককে চকলেট কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যান।
‘এ ঘটনায় শিশুটির বাবা মো. দেলোয়ার হোসেন মোহাম্মদপুর থানায় অভিযোগ করেন। পরে ২৯ এপ্রিল অভিযোগ মামলা আকারে রেকর্ড করা হয়। এ মামলার তদন্তকালে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ও ছবি সংগ্রহ করেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি শিশু সিদ্দিককে কোলে করে নিয়ে যাচ্ছেন’ বলেও জানান এসআই আব্দুল মান্নান।
তিনি আরও বলেন, ‘ছবির এ ব্যক্তি শিশু অপহরণ মামলার আসামি। অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারে সবার সহায়তা প্রয়োজন। ফুটেজে যাকে দেখা যাচ্ছে, কেউ যদি তাকে চিনে থাকেন বা সন্ধান পেলে মোহাম্মদপুর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।’
এর আগে অপহরণের প্রায় ৮ মাস পর গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর দক্ষিনখান থানা এলাকা থেকে অপহৃত চার বছরের শিশু ইমরানকে উদ্ধার করে গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইসমাইল হোসেন ওরফে জীবন ওরফে আকাশ নামে একজনকে গ্রেফতার করে ডিবি।
বাংলা৭১নিউজ/এসএইচ