বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রূপালী ব্যাংকের পরিচালক হলেন মুজিব আহমদ সিদ্দিকী জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ টবি ক্যাডম্যানের বিএসএমএমইউতে দুদকের অভিযান লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক নিক্কেই এশিয়ার প্রতিবেদন বিক্ষোভের শহরে পরিণত হচ্ছে ঢাকা যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত গাজার পুনর্গঠন নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া শাহী মসজিদ বস্তিতে আগুন: চোখের সামনে পুড়ে ছাই ২০ বছরে করা সম্পদ স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন চাঁদার জন্য নিয়মিত মহড়া দিতেন পিটুনিতে নিহতরা : পুলিশ বিদেশি কূটনীতিকদের নিয়ে বিএনপির ইফতার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে চায় জামায়াত ভ্যাটিকানের মানব ভ্রাতৃত্ব সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ সেবা-কৃষি খাতে মজুরি কমেছে, অপরিবর্তিত শিল্পে ৯ মার্চ থেকে বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ কর্মকর্তারা যার পদত্যাগ চান, তাকেই সমাধানের দায়িত্ব দিচ্ছে সরকার এবছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ মতিঝিল মেট্রো স্টেশনে ব্যাংকারের পকেট থেকে ২৫ হাজার ডলার উধাও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-গুলি, আহত ১৫

গ্রেফতার কর্মচারীর মুক্তির দাবিতে মধ্যরাতে থানায় ‘তৌহিদী জনতা’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগে এক কর্মচারীকে গ্রেফতার করেছে শাহবাগ থানার পুলিশ। গ্রেফতার মোস্তফা আসিফ অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর।

ওই ছাত্রী বুধবার শাহবাগ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হেনস্তার শিকার হন বলে এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন।

এদিকে ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অর্ণবের মুক্তির দাবিতে বুধবার মাঝরাতের পর শাহবাগ থানায় জড়ো হন একদল ব্যক্তি, যারা নিজেদের ‘তৌহিদী জনতা’ দাবি করেন।

গ্রেফতার ব্যক্তিকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থানের ঘোষণা দেন। ভোর ৫টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।

অর্ণবকে গ্রেফতারের বিষয়ে এর আগে ওসি বলেন, এই ছেলেটি এক ছাত্রীকে হেনস্তা করেছিল। পরে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করে এবং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। তারপর বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ।

মধ্যরাতে গ্রেফতার কর্মচারীর মুক্তির দাবিতে থানায় ‘তৌহিদী জনতা’

বুধবার (৫ মার্চ) মধ্যরাতের পর কিছু ব্যক্তি দলবেঁধে শাহবাগ থানার সামনে জড়ো হতে থাকেন। তাদের একজন জানান, তারাবির নামাজের পর তারা এই ব্যক্তির গ্রেফতারের খবর জানতে পারেন। এরপর মধ্যরাতে তারা শাহবাগ থানায় এসে উপস্থিত হন।

তার ভাষ্য, সম্পূর্ণ অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের এই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে না ছাড়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। এর আগে থানা হাজতে বন্দি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অর্ণবের সঙ্গে কথা বলেন ও তাকে আশ্বস্ত করেন তারা।

আরেকজন জনান, জোর করে পুলিশ গ্রেফতার যুবক মোস্তফা আসিফ অর্ণবের জবানবন্দি নিয়েছে। তাকে ছেড়ে দিতে হবে। অন্যথায় আমরা এখান থেকে যাবো না।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শাহবাগ থানার একজন পুলিশ সদস্য বলেন, ওই কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় তাকে বৃহস্পতিবার আদালতে পাঠাবে পুলিশ। তিনি জামিন পাবেন কি না সেটি আদালতের ওপর নির্ভর করছে

ফেসবুক পোস্টে যা লিখেছেন ভুক্তভোগী ছাত্রী-

হেনস্তার শিকার ওই ছাত্রীর ফেসবুক পোস্টটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পোস্টের সঙ্গে হেনস্তাকারীর ছবিও জুড়ে দিয়েছিলেন ওই ছাত্রী। তাতেই তাকে শনাক্ত করা সম্ভব হয়।

ফেসবুক পোস্টে ওই ছাত্রী লেখেন, ‘এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলছে আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করি নাই, ইত্যাদি ইত্যাদি এবং তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল। পরবর্তীতে তাকে আমি জিজ্ঞাসা করি আপনি কোন হলে থাকেন কোন ডিপার্টমেন্টে পড়েন। সে বলে সে এই ক্যাম্পাসের কেউ না।’

তিনি আরও লেখেন, ‘আমি সালওয়ার কামিজ পরে ঠিকমতো ওড়না পরেছিলাম। সে আমাকে বলে আমার নাকি ওড়না সরে গেছে। পরে আমি তাকে বললাম এইটা তো আপনার দেখার বিষয় না, আর আপনার তাকানোও জাস্টিফাইড না। এরপর আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌঁড় দিয়ে চলে যায়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com