শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বনানীর সুইটড্রিম হোটেলে মদ, অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষ, দোকানপাটে অগ্নিসংযোগ সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী গ্রেফতার প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন দুই সাংবাদিক শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬ হত্যা মামলা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ শিক্ষার্থী আটক সম্পদের হিসাব দিতে হবে উপদেষ্টাদের, নীতিমালা অনুমোদন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন যেসব দেশে অর্থপাচার হচ্ছে তাদের দায়ও কম নয়: টিআইবি হেলিকপ্টারে চট্টগ্রাম নেওয়া হলো সাবেক এমপি ফজলে করিমকে পদ্মায় ভেঙে পড়লো জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ার শেখ হাসিনার কোনো ক্ষমা নেই: ফখরুল ‘নতুন কোনো ইটাভাটার অনুমতি নয়, ৩৪৯১টি অবৈধ ইটভাটা বন্ধ করা হবে’ সময় থাকতে শেখ হাসিনাকে ফেরত পাঠান, ভারতের উদ্দেশে দুদু ইউক্রেনে যাচ্ছে ভারতের অস্ত্র: রিপোর্ট ঢাবিতে চোর সন্দেহে হত্যা : তিন অভিযুক্ত গ্রেফতার ভৈরবে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের মত্যুদণ্ড ইসলামী ব্যাংকের সঙ্গে ফরেন রেমিট্যান্স হাউসের মতবিনিময় কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র পেলো ইসলামী ব্যাংক নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা গ্রেফতার ১ জন

‘গ্যাস সংকটে বিপর্যস্ত টেক্সটাইল শিল্প’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

তীব্র গ্যাস সংকটের কারণে বিপর্যস্ত টেক্সটাইল শিল্প। টেক্সটাইল খাত পরিত্যক্ত শিল্পে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিটিএমএর কারওয়ান বাজার অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শওকত আজিজ রাসেল বলেন, কোভিড ও তার পরবর্তী দুই বছর কাজ না থাকার পরও শ্রমিকের বেতন দিয়ে যেতে হয়েছে। বর্তমানে গ্যাস সংকটের কারণে ৩০ শতাংশ সক্ষমতা নিয়ে এই শিল্প চলছে।

সরকারের পর্যাপ্ত পলিসি সাপোর্ট না থাকায় এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, যে টাকা পাচার হয়েছে তার অন্তত ১০ শতাংশ ইনসেনটিভ হিসেবে দেওয়া হয়, তবে এই শিল্প ঘুরে দাঁড়াতে পারবে। এই মুহূর্তে বিশ্বব্যাপী বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভাবমূর্তি সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গ্যাসের সরবরাহ নিশ্চিত করার শর্তে দাম বাড়ানোর কথা বলেও ১৮ মাস পর এলএনজি আমাদানি করা হয়। অথচ এই সময়ে অতিরিক্ত দাম আদায় করা হয়েছে।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে কিছু বহিরাগতদের ইন্ধনে অসন্তোষ হচ্ছে। পুলিশ বাহিনীকে অনুরোধ করে অতীতে যেভাবে সরকারকে রক্ষা করতে ভূমিকা রেখেছেন এবার শিল্পকে বাঁচাতে আপনাদের সে ধরনের ভূমিকা দেখতে চাই। টেক্সটাইল খাতের ব্যাংকঋণগুলো পুনঃতফসিল করার অনুরোধ করেন তিনি।

শ্রমিকদের বেতন দিতে সরকার ঘোষিত স্বল্পসুদের ঋণের টাকা এখনো ৯০ শতাংশ কারখানা পায়নি বলে অভিযোগ করেন বিটিএমএর সহ-সভাপতি আবুল কালাম।

তিনি বলেন, অথচ শ্রমিকদের মাঝে গুজব আছে সরকার তাদের ফ্রিতে এই টাকা দিচ্ছে।

বিটিএমএর পরিচালক মোশারফ হোসেন বলেন, বিগত সরকারের আমলে গ্যাসের দাম বেড়েছে প্রায় চারগুণ। ব্যাংকগুলোর সহযোগিতা না পেলে আগামীতে ব্যবসা করা সম্ভব হবে না।

বিটিএমএর পরিচালক খোরশেদ আলম বলেন, চার কারণে শ্রমিক অসন্তোষ হচ্ছে- কিছু কারখানায় বেতনের সমস্যা ছিল, ঝুট ব্যবসা দখল করা নিয়ে দুই গ্রুপ, বিদেশিদের ইন্ধন ও স্থানীয় কিছু রাজনৈতিক নেতা।

পার্শ্ববর্তী দেশ থেকে ১০০০ কোটি টাকার কাপড় ঢুকছে দেশে অভিযোগ করে তিনি বলেন, পাথর আমদানির আড়ালে ট্রাকে করে এসব কাপড় আনা হচ্ছে। এজন্য সড়কপথে পণ্য আমদানি বন্ধের দাবি করেন তিনি।

বিটিএমএর সহসভাপতি সালেহুজ্জামান জিতু বলেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সুতা ডাম্পিং করছে। ভুলতা-গাউসিয়া এলাকায় গত এক বছর দিয়ে ভয়াবহ গ্যাস সংকট চলছে।

বিটিএমএর পরিচালক রাজীব হায়দার মুন্না বলেন, নিজেদের অবহেলার কারণে নতুন কূপ খনন না করায়, আজ গ্যাস সংকট ও দেশ আমাদানিনির্ভর হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com