বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

গোয়ালন্দে পদ্মায় ভাঙন, ঝুঁকিতে বসতবাড়ি-স্কুল

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

পদ্মা নদীর পানি কমে স্রোত বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সী বাজার কাউলজানি এলাকায়। গত কয়েকদিনের ভাঙনে বিলীন হয়েছে ওই এলাকার বেশ কয়েকটি বসতবাড়িসহ প্রায় ৫০০ মিটার ফসলি জমি।

ভাঙন ঝুঁকিতে রয়েছে মুন্সী বাজার কাউলজানি এলাকার ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক, বাজার, মসজিদ, ঈদগাহ, কবরস্থানসহ কয়েকশ বসতবাড়ি। ফলে ভাঙন আতঙ্কে দিন পার করছেন ওই এলাকার মানুষ।

পদ্মাবিধৌত জেলা রাজবাড়ী। এই জেলার ৪ উপজেলার ৫৭ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে পদ্মা নদীর ডান তীর। প্রতিবছরই পদ্মার ভাঙনে বিলীন হয় শতশত বিঘা ফসলি জমি, বসতবাড়িসহ নানা স্থাপনা।

এ বছর রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রামসহ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে ভাঙন দেখা দিলেও এখনও শুরু হয়নি জরুরি আপদকালীন কোনো বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ।

এদিকে দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ৬ কিলোমিটার এলাকায় স্থায়ী নদীর তীর প্রতিরক্ষার কথা থাকলেও প্রায় ৫ বছরেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। এছাড়া দীর্ঘদিন ধরে ভাঙন অব্যাহত থাকলেও দেবগ্রাম ইউনিয়নে ভাঙন রোধেও নেওয়া হয়নি যথাযথ পদক্ষেপ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাউলজানি নদী তীরবর্তী এলাকার বেশ কয়েকটি বাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও কয়েকটি পরিবার বাড়ি ভাঙার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া পাশের ফসলি মাঠে শুরু হয়েছে ভাঙন।

স্থানীয় এলাকাবাসী হাফিজুল সরদার, লিটন মোল্লা, আতর আলী শেখ বলেন, তাদের মাঠে কাজ করে কোনো রকমে সংসার চলে। এই নদীর পাড়ে তাদের বাড়ি। কয়েকবার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে এখানে এসে বাড়ি করেছেন। এখন নতুন করে ভাঙা শুরু হয়েছে, যার কারণে কয়েকটি বাড়ি ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে।

এভাবে ভাঙতে থাকলে আবারো বাড়ি ভেঙে সরিয়ে নিতে হবে। এছাড়া এই এলাকায় তিনটি স্কুল রয়েছে, যা ভাঙলে বাচ্চাদের পড়াশুনার ক্ষতি হবে। সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে। এছাড়া অন্য জায়গায় তাদের কোনো জায়গা-জমিও নেই।

তারা জানান, গত দুই বছর ভাঙন বন্ধ ছিল। এর আগে সরকার বার বার তাদের শুধু আশ্বাস দিয়েছে, কোনো কাজ হয়নি। এই মুহূর্তে দ্রুত নদীশাসন করা প্রয়োজন। তা না হলে তাদের বাড়ি-ঘর, ফসলি জমিসহ এলাকার স্কুল নদীতে বিলীন হয়ে যাবে।

স্কুলশিক্ষক ইসমাইল হোসেন বলেন, এই এলাকায় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে নদীর সবচয়ে কাছে বেথুরী স্কুল। গত কয়েকদিন ধরে যেভাবে নদীভাঙন শুরু হয়েছে, এভাবে ভাঙতে থাকলে ওই স্কুল নদীগর্ভে যেতে সময় লাগবে মাত্র কয়েকদিন।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ শামীম বলেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই এলাকার প্রায় ২শ মিটার নদীর তীরে ভাঙন রয়েছে। নির্দেশনা পেলে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভাঙন ঝুঁকিতে থাকা জেলার অন্যান্য এলাকা পর্যবেক্ষণে রেখেছেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com