গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার কৃষক ও নারী উদ্যোক্তাদের মাঝে পুনরায় ঋণ বিতরণ করেছেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। গোপালগঞ্জের জেলা প্রশাসককে ল্যাপটপ দিয়েছেন তিনি।
রোববার (৪ ফেব্রুয়ারি) ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরাসহ ব্যাংকের কর্মকর্তারা।
বাংলা৭১নিউজ/এবি