বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন

‘গৃহপালিত ইসির অধীনে নির্বাচন নয়’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ১২৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি বা অন্য কোনো কমিটি গঠনের ক্ষেত্রে ‘জনমতের প্রতিফলন ঘটাতে’ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে সেটি গণতান্ত্রিক উপায়ে এবং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে, গৃহপালিত ইসির অধীনে নয়।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, নিজের মতো করে সবকিছু সাজিয়ে নেবেন তা হবে না। সার্চ কমিটি করেন, আর যে কমিটিই করেন জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি এদেশের মানুষ মেনে নেবে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, গত ১১ই সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তির দিন থাকলেও ঈদুল আজহার কারনে আলোচনা সভাটি তা পিছিয়ে দেওয়া হয়।

বাংলাদেশকে বিরাজনীতিকরনের জন্য ওয়ান ইলেভেনে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিলো দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সেই ধারাবাহিকতায় এখন একটি দল দেশে বিরাজনীতিকরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষমতায় এসে আওয়ামী লীগ সকল কৌশল নিয়ে বাংলাদেশকে রাজনীতি মুক্ত করতে চাচ্ছে। সেজন্য খালেদা জিয়াসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের রাজনীতি থেকে দুরে রাখার ষড়যন্ত্র হচ্ছে।

মির্জা আলমগীর বলেন, উপমহাদেশে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারো চেয়ে কম ত্যাগ স্বীকার করেননি। আপোষহীন মনোভাবের কারনে তাকে আজকে এই পরিস্থিতি পড়তে হয়েছে।

তিনি বলেন, সরকার সুপরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। ভিন্ন মোড়কে বাকশাল প্রতিষ্ঠা করতে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া,

জয়নাল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা প্রমুখ বক্তব্য দেন।

বাংলা৭১নিউজ/আরএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com