মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে সীমান্তে এখন কোন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদানে গোলাবর্ষণে নিহত অন্তত ১২০ ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা ‘দিল্লি থেকে গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না’ নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার পাসপোর্ট কর্মকর্তা পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান, বদলে যেতে পারে অর্থনীতি কুয়েতকে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা দরকার : কামাল আহমেদ রিমান্ডে অসুস্থ কামরুল, নিয়ে আসা হয়েছে ঢামেকে বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার কোরিয়ার অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার চার মাসে সাড়ে ১৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ছাত্রজোট, পুলিশি বাধায় পথে সমাবেশ পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ দুই দিনের রিমান্ডে ছাত্রলীগ নেত্রী নিশি মডেল তিন্নি হত্যা : খালাস পেলেন জাপার সাবেক এমপি অভি আরেক মামলায় খালাস পেলেন বাবর, কারামুক্তিতে বাধা নেই

গাজীপুরে হা-মীম গ্রুপের কারখানায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

গাজীপুর প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩২ বার পড়া হয়েছে

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্যাংকের আর্থিক সেবা, পণ্য ও অন্যান্য কার্যক্রমের তথ্য সমাজের বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার জন্য ১৮ মে গাজীপুর জেলার কাশিমপুরে হা-মীম গ্রুপের কারখানায় একটি আর্থিক শিক্ষা কর্মশালার আয়োজন করে।

আর্থিক সাক্ষরতা কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক ইকবাল মহসিন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তির প্রধান কর্মকর্তা ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক, এসইভিপি, এফসিএ, এফসিএস, এবং ব্যাংকের বাইপাল শাখার ব্যবস্থাপক ইয়াসিন মোল্লা-সহ হা-মীম গ্রুপের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনগণের মাঝে ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কিত আর্থিক বিষয়াদির ধারণা প্রদান করার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং এসব পণ্য বা সেবা ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি করতে এবং সাধারণ মানুষকে সঞ্চয়, ব্যয়, ঋণ, বিনিয়োগ, দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পণা ইত্যাদির সাথে সম্পৃক্ত করতে এই কর্মশালার আয়োজন করা হয়।

এ সকল কার্যক্রমের মাধ্যমে সমমাজের বিভিন্ন স্তরের জনগোষ্ঠীকে ধাপে ধাপে বিশেষ প্রাধান্য দিয়ে আর্থিক সাক্ষরতার আওতায় নিয়ে আসা হবে। এ কার্যক্রমের অপর একটি উদ্দেশ্য হচ্ছে দেশের বৃহৎ জনগোষ্ঠী যারা ব্যাংকিং সেবা গ্রহণ করছে না তাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করা। দেশের আপামর জনগণকে আর্থিক বিষয়ে তথ্যনির্ভর বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদানের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ সকলকে শতভাগ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা এবং আর্থিক শিক্ষা ও আর্থিক সাক্ষরতা প্রদানের মাধ্যমে সকলকে আর্থিক খাতের বিদ্যমান সুযোগ সুবিধাসমূহ ভোগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা এই কর্মশালা আয়োজনের মূল উদ্দেশ্য। উক্ত কর্মশালায় হা-মীম গ্রুপের ৫০ জন কর্মী অংশগ্রহণ করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com