বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

গাজীপুরে তিন কারখানায় শ্রমিক অসন্তোষ, ১৪ কারখানা বন্ধ

গাজিপুর প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদ ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে আরো তিনটি কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। এছাড়া দাবি-দাওয়াসহ বিভিন্ন দাবিতে ১৪ টি পোশাক তৈরি কারখানা বন্ধ রয়েছে।

কারখানা তিনটি হচ্ছে, কোনাবাড়ি এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড, স্বাধীন গার্মেন্টস লিমিটেড ও এলাকার কাশেম ল্যান্ডস কারখানা।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, শ্রমিক আন্দোলনের সময় কারখানায় হামলা ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রম আইন অনুযায়ী এম এম নিটওয়্যার লিমিটেডসহ কয়েকটি কারখানায় শ্রমিক ছাটাই করা হয়। এর মধ্যে এম এম নিটওয়্যার-এর দেড়শ শ্রমিক ছাটাই করা হয়। ছাটাইকৃত শ্রমিকরা তাদের সকল পাওনাদি বুঝে নিলেও ফের চাকরি ফিরে পাওয়ার জন্য কারখানা ফটকে জড়ো হয়।

তাদের কাজে ফিরিয়ে নেওয়ার জন্য আজ (মঙ্গলবার) সকাল থেকে ওই কারখানার সকল শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে কারখানার ভিতরেই অবস্থান করে বিক্ষোভ করতে থাকে। এছাড়া সময়মতো বেতন ভাতা পরিশোধ না করা ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুর কোনাবাড়ির জরুন এলাকার স্বাধীন গার্মেন্টসের শ্রমিকরা গত সোমবার থেকে কারখানার মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। আজও তারা বিক্ষোভ অব্যাহত রেখেছে। 

এ সময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘মাসিক বেতন মাসের ৭ তারিখের মধ্যে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বেতন দিচ্ছে না।’ 

এ বিষয়ে জানতে চাইলে স্বাধীন গার্মেন্টসের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান রাজু বলেন, ‘ব্যাংকের ঝামেলার কারণে বেতন দিতে কিছুটা দেরি হচ্ছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত তাদের বেতন পরিশোধ করার।’

অপরদিকে, কোনাবাড়ি বাইমাইল এলাকার কাশেম ল্যাম্পস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ ১০ দফা দাবি আদায়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এসব এলাকার কারখানার নিরাপত্তার জন্য থানা পুলিশ ও শিল্প পুলিশ দায়িত্বে রয়েছে। 

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, গাজীপুরের মালেকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস কারখানার সমস্যা সামাধান হওয়ার পর মহাসড়কে আর কোথাও কোনো ঝামেলা নেই। তবে কোনাবাড়ি এলাকার তিনিটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। এদের মধ্যে দুইটি কারখানার ছাটাইকৃত শ্রমিকরা চাকরিতে ফিরতে চায় অন্য একটিতে  হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিল বৃদ্ধির দাবি। 

তিনি আরো বলেন, ‘টিএনজেড অ্যাপারেলসসহ জেলার ১৪ টি কারখানা বিভিন্ন কারণে আজও বন্ধ রয়েছে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com