সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘ইরানে হামলা চালালে এবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে’ লন্ডনের সেই ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক উড়তে থাকা লিভারপুলকে আটকে দিল ইউনাইটেড চীনের পর মালয়েশিয়ায় মিললো এইচএমপিভি ভাইরাস, দ্রুত ছড়ানোর শঙ্কা মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা

গাজীপুরে তিন ইউপি নির্বাচনেই নৌকার জয়

বাংলা৭১নিউজ,গাজীপুর
  • আপলোড সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৮ বার পড়া হয়েছে

গাজীপুর সদর উপজেলার তিন ইউনিয়ন ভাওয়াল মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালীতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা নির্বাচন অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ। 

গাজীপুর জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, মির্জাপুর ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী মোশারফ হোসেন দুলাল ৮ হাজার ৪৮৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে রফিকুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৮৫১ ভোট। ভাওয়াল গড় ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী সালাউদ্দিন সরকার ১৯ হাজার ৯০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আবু বক্কর পেয়েছেন ৭ হাকার ৮৬২ ভোট। পিরুজালী ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী জালাল উদ্দিন ৬ হাজার ৯৪০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে মাসুদুল হক পেয়েছেন ৪ হাজার ৯২৭ ভোট। 

জেলা নির্বাচন অফিসার জানান, বৃহস্পতিবার (১৬ মার্চ) শান্তিপূর্ণভাবে এই তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। পুরো এলাকায় গত ক’দিন ধরেই উৎসবের আমেজ বিরাজ করছিলো। কোথাও কোন গোলযোগ ছাড়াই সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ভাওয়াল মির্জাপুরে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১৪ জন এবং সাধারণ আসনে ৩৭ জন অংশ নেন। ভাওয়াল গড় ইউনিয়নে চেয়ারম্যন পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১২ জন ও সাধারণ আসনে ৪২ জন অংশ নেন। পিরুজালী ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত আসনে ৯ জন ও সাধারণ আসনে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com