সোমবার, ১৭ জুন ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’ ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া রাখাইনের নিয়ন্ত্রণ হারানোর পথে মিয়ানমার সেনাবাহিনী বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় সোমবার বরিশালে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

গাজীপুরের নির্বাচনের পর চূড়ান্ত সিদ্ধান্ত-মওদুদ আহমদ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ৮৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ‘গাজীপুরের নির্বাচনে অসম্ভব জনসমর্থন রয়েছে ধানের শীষের পক্ষে।  এই নির্বাচন হবে সরকার এবং নির্বাচন কমিশনের জন্য একটা এসিড টেস্ট। আমরা দেখবো তারা কী করে।  যদি খুলনা স্টাইলে নির্বাচন করে তাহলে গাজীপুরে এর পরিণতি হবে ভয়ঙ্কর।’

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘যুব সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।  বাংলাদেশ ইয়ুথ ফোরাম এ সমাবেশের আয়োজন করে।  এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আয়োজক সংগঠনের মেহেদী হাসান পলাশ প্রমুখ বক্তৃতা করেন।

মওদুদ আহমদ বলেন, ‘গাজীপুরের নির্বাচনের পরে আমরা ঠিক করবো, চূড়ান্ত সিদ্ধান্ত নেবো; বাকি তিন সিটি বরিশাল, সিলেট এবং রাজশাহীর নির্বাচনে অংশগ্রহণ করবো কি-না।’

বিএনপি’র এই নেতা বলেন, ‘আমরা নমিনেশন দেবো, সবকিছুই করছি আমরা, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু গাজীপুরের নির্বাচনের ওপর নির্ভর করবে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।’

তিনি আরো বলেন, ‘প্রতিরোধের সময় এসেছে। এই সময় আরও ঘনিয়ে আসছে। জুন মাস পার হয়ে যাচ্ছে। ডিসেম্বর মাস বাদ দিয়ে দেন। মাঝখানে থাকে আর মাত্র চার মাস। সুতরাং সময় এসেছে এখন প্রতিরোধ গড়ে তোলার। অন্যায়-অবিচার, অত্যাচার, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, গুম, গ্রেফতার, মিথ্যা মামলা- এগুলো রুখে দাঁড়াতে হবে। প্রতিরোদের জন্য যথেষ্ট শক্তি সঞ্চয় করতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে এই প্রত্যেকটা শ্রেণির মানুষের মধ্যে ঐক্য আনতে হবে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই। যে কারণে, যে চেতনায় বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেটা ফিরে পেতে চাই। পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। সেই জন্যই আজকের আন্দোলন।  কোনো বিশেষ দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য এই আন্দোলন নয়।’

রাজনৈতিক কারণেই খালেদা জিয়ার কারাবাস- এমন দাবি করে সরকারের উদ্দেশে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘কতভাবে কৌশল করবেন, কতভাবে বিলম্বিত করবেন, জামিন তো তার হবেই এবং তিনি মুক্ত হয়ে আসবেন এবং তাকে নিয়েই আমরা নির্বাচন করবো।’

মওদুদ আহমদ আরও বলেন, যখন ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়ার রাজনৈতিক মুহূর্ত আসবে গণতন্ত্র আসবে কি? আসবে না? তখন হেরে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। তারা ক্ষমতা হারাতে চাইবে না।  মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে।’

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com