শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার পরিবেশ বিভাগে নজর ট্রাম্পের, রাতারাতি ৮০০ কর্মী ছাঁটাই ত্রিপুরায় নারী-শিশুসহ ১৩ বাংলাদেশি আটক রিজভী-এ্যানী যোগ দেবেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইলিয়াস কাঞ্চন রোজা শুরু কবে, জানা যাবে শনিবার গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় ইসরায়েল-হামাস ভাঙ্গা থানার ওসি গ্রেফতার প্রস্তুতি শেষ, ভিড় বাড়ছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মধ্যরাত থেকে দুই মাস পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ সিরাজদিখানে শিশুকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, আসামির বাড়ি ভাঙচুর রমজান উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু ইসলামী ব্যাংক খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত ইসলামী ব্যাংক যশোর জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত জিম্মি ২৯ জেলেকে ফিরিয়ে দিল আরকান আর্মি বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে আগ্রহী চীন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত সমাপ্ত করতে হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ রোজা শুরুর আগেই হঠাৎ দ্বিগুণ তিন পণ্যের দাম শেওড়াপাড়ায় কাঁচাবাজারে আগুন, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ৬.১ মাত্রার ভূমিকম্প নেপালে, কাঁপল বাংলাদেশও

গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় ইসরায়েল-হামাস

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

মিশরের রাজধানী কায়রোতে গাজাও যুদ্ধবিরতির পরবর্তী পর্যায় নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে আলোচনা শুরু হয়েছে। মিশরীয় কর্মকর্তারা বলেছেন, শনিবার যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে। খবর আল জাজিরার।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, চুক্তির মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন কি না সে বিষয়ে আলোচনা করতে একটি ইসরায়েলি প্রতিনিধি দল মিশর সফর করছে।

এর আগে চার ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করে হামাস। এসব মৃতদেহ যাচাইয়ে বেশ সময় নিয়েছে ইসরায়েল। পরবর্তীতে ২৪ শিশুসহ ৪৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত গাজায় ৪৮ হাজার ৩৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৭৮০ জন। গাজায় রীতিমত ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।

এদিকে গাজায় সামরিক অভিযানে ইসরায়েল মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবহেলা করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। হামাসও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মনে করেন তিনি।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলে গাজা, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করার সময় ভলকার তুর্ক এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, ইসরায়েল গাজায় ভয়াবহভাবে যে সামরিক অভিযান চালিয়েছে সেটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

ইসরায়েল অবশ্য বরাবরই গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এসেছে। ইসরায়েলের নেতাদের দাবি, তাদের অভিযান কেবল হামাসকে লক্ষ্য করে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com