মক্কার মসজিদে হারামের পরিধি বাড়িয়ে বাইরের অংশে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে হারামাইন কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, দুই পবিত্র মসজিদে প্রধান ইমাম ও খতিব ড. আব্দুর রহমান আস-সুদাইসি গাছ লাগানোর চমৎকার দৃশ্য সম্বলিত নকশা উন্মোচন করেন।
সৌদি গেজেট এক প্রতিবেদনে জানায়, জলবায়ু ও পরিবেশ পরিবর্তন রোধে টেকসই উন্নয়নই এ পরিকল্পনা গ্রহণের মূল লক্ষ্য।
পবিত্র কাবা শরিফ প্রাঙ্গণে নামাজ আদায়কারী ও হজ পালনকারীদের জীবন মানোন্নয়ন এবং সৌদি আরব সরকারের ভিশন-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে এ বনায়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মক্কায় অবস্থিত মসজিদে হারামের বাইরে বৃক্ষরোপণ পরিকল্পনাসহ হজ ও ওমরাহ পালনকারীদের জন্য থাকবে অনেক সুব্যবস্থা।
শায়খ সুদাইসি বলেন, ‘জলবায়ু ও পরিবেশ পরিবর্তনরোধে টেকসই উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন এ বনায়নের লক্ষ্য। টেকসই উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে দূষণ ও তাপমাত্রা হ্রাস করে পরিবেশের উন্নয়ন করা হবে। এরই ধারাবাহিকতায় কাবা শরিফের আশপাশের খালি আঙিনায় বৃক্ষরোপণ করে পরিবেশবান্ধব করা হবে। প্রস্তাবিত পরিকল্পনাটি বিজ্ঞান, প্রযুক্তি ও পরিচালনাগত দিক থেকে গবেষণা করা হবে; যাতে কাবা শরিফে আসা মুসল্লিদের চলাফেরায় বিঘ্নিত না ঘটে।’
বাংলা৭১নিউজ/সর