বিকল্পধারা বাংলাদেশ গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তিনি দলের কুলা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আগামী ১২ অক্টোবর এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
এদিকে যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মারুফ হাসান কাজলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনিও বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী হিসেবে কুলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবেন।
গাইবান্ধা-৫ আসনে বিকল্পধারার প্রার্থী গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম এবং যশোর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মো. মারুফ হাসান কাজল গতকাল রবিবার দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিকল্পধারায় যোগদান করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ