আজ মঙ্গলবারও গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তবে, সিলেট অঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বিস্তৃত পরিসরে ভারি বৃষ্টির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে। সর্বোচ্চ তাপমাত্রা আগের চেয়ে কিছুটা কমে ঢাকায় ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত তাপমাত্রা দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমা-বাড়ার মধ্যে থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে।
গত কয়েকদিন ধরে সারাদেশের মানুষ গরমে কষ্ট পাচ্ছে। টানা বৃষ্টিহীনতায় দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। তবে, তীব্র তাপপ্রবাহের আওতায় কিছুটা কমেছে।
ঢাকায় জোরালো দক্ষিণা বাতাস বইছে। রাজধানী বাইরে এখনও রোদের উত্তাপ থাকলেও ঘরে অনন্ত টেকা যাচ্ছে। গত কয়েকদিন গরমে ঘরেও টেকা দায় ছিল।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ময়মনসিংহ, চাঁদপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও পটুয়াখালী জেলা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
বজলুর রশিদ আরও জানান, আগামী তিনদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলা৭১নিউজ/এসএইচ