রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

গরমেও শাড়িতে সুন্দর

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ২৬ মে, ২০২১
  • ৫৪ বার পড়া হয়েছে

বাঙালি নারীর সবচেয়ে প্রিয় পোশাক শাড়ি। যদিও গরমরে তীব্রতা রয়েছে তারপরেও শাড়ির কদর কমেনি এতটুকুনও। আধুনিকতা ও ঐতিহ্যে বছরজুড়ে শাড়িতেই নিজের সৌন্দর্যকে মেলে ধরেন ফ্যাশন সচেতন নারীরা। গরমের এই সময়টাতে অনেকেই সুতি শাড়িকে প্রাধান্য দিয়ে থাকেন। এটি আরামদায়ক ও ঘাম শুষে নিতে পারে। সাবেকি ঘরনার হলেও সুতি শাড়ি কিন্তু দারুণ স্টাইলিশ। শুধু সুতি শাড়িইবা কেন, গরমে বেছে নিতে পারেন মনিপুরি শাড়ি, জুম শাড়ি, জামদানি শাড়ি ও খেশ শাড়ি।

সুতি শাড়ি আরামদায়ক, এর রূপ ও রঙ বৈচিত্র্য সব বয়সীর জন্য মানানসই। সময়ের ব্যবধানে সুতি শাড়ির আঁচল এবং পাড়ে নানা বৈচিত্র্য নিয়ে এসেছেন ফ্যাশন ডিজাইনাররা। কুঁচিতে যেমন থাকছে আলাদা ডিজাইন তেমনি কোনো কোনো সুতি শাড়ির বুননেই থাকছে পাড়। আবার আলাদা নকশা করা পাড়ও জুড়ে দেয়া হচ্ছে পুরো শাড়িতে। জমিনে খেলা করে বাহারি নকশা। কিছু সুতি শাড়ির জমিন, আঁচল, পাড়ে রয়েছে কাঁথা স্টিচ, ফুলেল প্রিন্ট, জামদানি প্রিন্ট, অ্যাপ্লিক, গুজরাটি কাজের মতো বাহরি নকশা।

সিলেট বিভাগে বাস করে বাংলাদেশের অন্যতম নৃ-গোষ্ঠী মণিপুরী সম্প্রদায়। এ সম্প্রদায়ের নারীদের খ্যাতি আছে হাতে বোনা তাঁতের কাপড়ের জন্য। তারাই তৈরি করেন জনপ্রিয় মণিপুরী শাড়ি। এ শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে গাঢ় বা হালকা যে রংয়েরই হোক না কেন পাড়ের রং হবে গাঢ়। পাড়ের নকশাটি সাধারণত হয়ে থাকে ত্রিভুজাকৃতির। আর ভেতরটায় থাকে লতাপাতার নকশা হালকা সুতোয় বোনা। জুম শাড়িতে খুব একটা গরম অনুভব হয় না এবং অনেক আরামদায়ক। ফলে শীত কিংবা গরম যেকোনো সময়ের জন্য উপযোগী জুম শাড়ি।

এ শাড়িতে সাধারণত লিলেন সুতা ও সিল্ক সুতার মিশ্রণ থাকে। এই শাড়িগুলো হ্যান্ডলুম হলেও সুতা দেশীয় নয়। তাঁতীরা জুম শাড়ি বুনতে সাধারণত বিশেষ ধরনের লিলেন সুতা ব্যবহার করেন যা আমদানি করতে হয় কোরিয়া থেকে। এ সুতার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে হাত দিলে অনেক ঠাণ্ডা লাগে। খানিকটা নেট জাতীয় বলে অনেকে একে মোটা কোটাও বলে থাকেন। ফ্যাশন সচেতন নারীদের কাছে তাঁতে বোনা জুম শাড়িগুলো বেশ জনপ্রিয়।

বাঙালি নারীর সবচেয়ে পছন্দের শাড়ি জামদানি। এ শাড়ির আরেক নাম ঢাকাই শাড়ি। জাম শব্দের অর্থ ফুল এবং দানি মানে ফুলদানি, দুইয়ে মিলে জামদানি। মূলত এ ধরনের শাড়িতে ফুলপাতার নকশাই বেশি দেখা যায়। একসময় মুঘলদের অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় এ শাড়ির বাহার আরও বেড়ে গিয়েছিল। প্রথমদিকে সুতির সুতা দিয়েই এই শাড়ি বোনা হত। যত সূ² সুতা, তত দামি জামদানি। পরে সিল্কের সুতো ব্যবহার করা শুরু হয়। জামদানি চার রকমের হতে পারে, ঢাকাই, ধনিয়াখালি, শান্তিপুরি ও টাঙ্গাইল। যেকোনো ঋতুতেই জামদানি শাড়ি আরামদায়ক। বিশেষ করে এ গরমে বিভিন্ন অনুষ্ঠানেও জামদানি শাড়ি অনায়াসে পরতে পারেন।

বাঙালি নারীর সবচেয়ে পছন্দের শাড়ি জামদানি। এ শাড়ির আরেক নাম ঢাকাই শাড়ি। জাম শব্দের অর্থ ফুল এবং দানি মানে ফুলদানি, দুইয়ে মিলে জামদানি। মূলত এ ধরনের শাড়িতে ফুলপাতার নকশাই বেশি দেখা যায়। একসময় মুঘলদের অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় এ শাড়ির বাহার আরও বেড়ে গিয়েছিল। প্রথমদিকে সুতির সুতা দিয়েই এই শাড়ি বোনা হত। যত সূ² সুতা, তত দামি জামদানি। পরে সিল্কের সুতো ব্যবহার করা শুরু হয়। জামদানি চার রকমের হতে পারে, ঢাকাই, ধনিয়াখালি, শান্তিপুরি ও টাঙ্গাইল। যেকোনো ঋতুতেই জামদানি শাড়ি আরামদায়ক। বিশেষ করে এ গরমে বিভিন্ন অনুষ্ঠানেও জামদানি শাড়ি অনায়াসে পরতে পারেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com