রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

গরমেও জমিয়ে ফ্যাশন করুন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে

গরমকালটা অনেকেরই অপছন্দ। জৈষ্ঠ্যের গরমে ঘাম, ধুলোবালি তার উপর হুটহাট বৃষ্টিতে ফ্যাশন সচেতন তরুণীদের বারোটা বেজে যাওয়ার উপক্রম। বিচ্ছিরি প্যাচপেচে গরমেও কিভাবে ‘কুল’ থেকে জমিয়ে ফ্যাশন করা যায় চলুন জেনে নেওয়া যাক-

১.প্রথমেই পোশাকের রঙ নির্বাচনে হালকা রঙটাকে বেছে নিতে হবে। হালকা রঙ যেমন আরামদায়ক, তেমনি এই রঙগুলোর একটা সামার ভাইবও আছে। কালো, ডার্ক ব্লু বা বেগুনির মতো রঙগুলো সূর্য়ের তাপ বেশি শোষণ করে তাই গরমে এই রঙের পোশাকগুলো এড়িয়ে চলাই ভালো।

গরমেও জমিয়ে ফ্যাশন করুন 

২.এই ভ্যাপসা গরমে ভারি মেকআপ একদমই না। সামারে এটা সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাশন। মোটা কালো আইলাইনার, ঘন আইশ্যাডো, ফাউন্ডেশন, গাঢ় লিপস্টিক একসাথে ঘেমে একাকার হলে অবস্থাটা কী দাঁড়াবে ভাবলেই মাথা চক্কর দিচ্ছে! তাই গরমে বেস্ট হালকা, ন্যাচারাল মেকআপ, নিউট্রাল রঙের আইশ্যাডো, অল্প মশ্চারাইজার আর হালকা গোলাপি লিপবামই যথেষ্ট।

৩.গরমে পোশাক নির্বাচনে হালকা সুতির ফ্রেবিক, সিল্ক, শিফন বা লেস থাকলে ভালো। আঁটশাঁট বা টাইট ফিটিং পোশাক একদমই না। এর পরিবর্তে ঢিলা ও ঘের দেওয়া পোশাক পরুন। মানে ফ্লো ড্রেস। সেটা আপনি স্কার্ট, টপ, শর্টস যা-ই পরেন না কোনা।

গরমেও জমিয়ে ফ্যাশন করুন 

৪.ফ্যাশনে সচেতন সাহসী তরুণীদের গরমে বেশি পছন্দ অফ সোল্ডার ড্রেস। কনফিডেন্টলি পরতে পারলে, সামার ফ্যাশনে এই পোশাক যে সবার উপরে তাতে কোনো সন্দেহ নেই। আর যদি অফ সোল্ডার পরতে দ্বিধা বা সংকোচ ভর করে তাহলে কোল্ড সোল্ডার বেছে নিতে পারেন।

৫.যাদের লম্বা চুল তাদের গরমে সমস্যাটা একটু বেশি। কারণ, চুল খুলে রাখলে ঘামে-ধুলায় ময়লা হয়ে জট পাঁকিয়ে যায়। কর্মক্ষেত্রে বা কলেজ-বিশ্ববিদ্যালয়ে রিকশা, বাস, সিএনজিতে নিয়মিত যাতায়াতে ঘেমেনেয়ে চুলের বারোটা বেজে যায়। তাই, সহজ সমাধান হলো চুল বেঁধে ফেলা। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে করে নিতে পারেন টপ নট, বান, বিনুনি অথবা পনিটেল।

৬.গরমে আরাম পেতে স্ট্রাইপ সার্টের কিছু কালেকশন রাখতে পারেন। সামার ফ্যাশনে এটা আদর্শ পোশাক বলা যায়। শর্টস, স্কার্ট, প্যান্টস, ডেনিম-পরতে পারেন যেকোনো কিছুর সঙ্গেই।

৭.সামারে কুল লুক পেতে শুধু পোশাক নয়, প্রয়োজন হ্যান্ডব্যাগেরও। সম্ভব হলে প্রতিটা পোশাকের সাথে মানানসই হ্যান্ডব্যাগ নিতে পারেন। তা না হলে একটা নিউট্রাল বাদামি রঙের হ্যান্ডব্যাগ কিনে নিতে পারেন। গরমে সব পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে।

গরমেও জমিয়ে ফ্যাশন করুন 

৮.স্টাইলিশ একটা রোদ চশমা সামার ফ্যাশনে ভিন্ন লুক এনে দিতে বাধ্য। কারণ, এই গরমে সানগ্লাস খুব প্রয়োজনীয়। সব সময় মুখের গড়নের সাথে সামঞ্জস্য রেখে সানগ্লাস কিনুন।

৯.স্টাইলিশ তরুণীদের এই সামারে খুব পছন্দ হ্যাট। অনেকে মনে করেন শুধুমাত্র সমুদ্রে ধারে বেড়াতে গেলেই হ্যাট পরা যায়। কিন্তু গরমকালে প্রতিদিনই পরতে পারেন হ্যাট। হ্যাট যেমন আপনাকে সামারে ভিন্ন লুক এনে দিবে তেমনি সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকেও ত্বককে রক্ষা করবে।

গরমেও জমিয়ে ফ্যাশন করুন 

১০.প্রকৃতিতে গরমে সবুজের একটা স্নিগ্ধতা থাকে। তাই সামরে গয়নায় যেনো থাকে প্রকৃতির ছোঁয়া। গাঢ় রঙ বা পাথর বসানো বড়সড় গয়নাগুলো আপাতত তুলে রাখুন। গরমে বেছে নিন নীল, সোনালি, ফিরোজা, গোলাপি, বাদামি, সবুজ রঙয়ের ব্রেসলেট, হার বা দুল।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com