বাংলা৭১নিউজ, ঢাকা : রাজধানীর খিলক্ষেতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
আজ ভোর ৬টার দিকে খিলক্ষেতের বেল্লা এলাকায় এ ঘটনা ঘটে। হামিদুর রহমান নামে এক হামলাকারীকে আটক করেছে পুলিশ।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন সৌধ মিয়া (৫০), তার ছেলে আবদুল আলিম (২৫) ও সৌধ মিয়ার চাচাতো বোন ফাতেমা বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সৌধ মিয়ার চাচাতো ভাই ধলু মিয়ার জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ নিচ্ছিলেন স্থানীয় হামিদুর রহমান নামের এক ব্যক্তি। এ বিষয় নিয়ে ড্রেজারের মালিক হামিদুরের সঙ্গে ধলু মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধলু মিয়াকে হামিদুর রহমান মারতে গেলে তিনি চিৎকার করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন, সৌধ মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। একপর্যায়ে হামিদুর রহমান এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ওই তিনজন গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের ক্যাম্প উপপরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এন