বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়া আজ রবিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকেল চারটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শনিবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, গুলশানের ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন। সেখানে সার্বিক পরিস্থিতি তিনি তুলে ধরবেন।
এর আগে বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসন দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বলে জানিয়েছেন রিজভী।
বাংলা৭১নিউজ/এস