বাংলা৭১নিউজ,(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়াার সরাইল উপজেলায় বস্তাবন্দি অবস্থায় একরাম (১৯) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারইজিবি এলাকার খালার বাড়ির খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত একরাম ওই উপজেলার নন্দীপাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একরামের পাশের বাড়ির পাশেই তার খালা লাভলী বেগমের বাড়ি। তিনি তার খালার বাড়িতে থেকেই পড়ালেখা করতেন। রোববার সকালে খালা লাভলী বেগম ঘরে তালা দিয়ে বাড়ির বাইরে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজার খোলা। এরপর ঘরের ভেতরে খাটের নিচে একরামের বস্তাবন্দি মরদেহ দেখতে পান।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতা জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলা৭১নিউজ/পিআর