মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাতকানিয়ায় ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনিতে দুইজন নিহত ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় এনসিপি: নাহিদ ইসলাম রায়েরবাজারে কবরস্থানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো এনসিপি ‘পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়’ নিজ দোকানে আগুন দেখে মারা গেলেন ব্যবসায়ী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা নারীর, নিহত এক সেনা ক্যান্সারের ওষুধের কাঁচামাল আমদানির কর কমেছে খাগড়াছড়িতে দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে গৃহবধূ নিহত ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বেড়েছে আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত ‘মুক্তিযুদ্ধ’: ফারুকী আইন সংশোধনের পরই সীমানা নির্ধারণে কাজ শুরু করবে ইসি সূতিভোলা খাল দখলমুক্ত করতে ৯ মার্চ থেকে ডিএনসিসির অভিযান কারো লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে : প্রধান উপদেষ্টা ইইউর কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ : ক‌মিশনার লাহ‌বিব প্রথম কর্মসূচিতে স্মৃতিসৌধ ও রায়েরবাজারে শ্রদ্ধা জানাবে এনসিপি ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার নিয়ে ট্রাম্পের দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় বিসিআইসির নতুন চেয়ারম্যান মো. খায়রুল কবীর কক্ষ নম্বর ৪০২ : ছেলেকে বিদায় জানাতে এসে চিরবিদায় নিলেন বাবা দিনাজপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বেড়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

পারফরমেন্সে তেমন কোনো উন্নতি না ঘটলেও বাংলাদেশের ক্রিকেটারদের বেতন-ভাতা ও ম্যাচ ফি বেড়েছে। বিসিবি পরিচালক পর্ষদের আজ সোমবারের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে মাসিক বেতন কতটা বেড়েছে, নতুন বছরে কতজন ক্রিকেটারের সাথে চুক্তি হয়েছে, চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বেড়েছে না কমেছে; এসব খোলাসা করেননি ফাহিম।

ফাহিম বলেন, ক্রিকেটারদের পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। বাড়ানোর ক্ষেত্রে টেস্ট ক্রিকেটার যারা, তাদের বৃদ্ধির পরিমাণ অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্য দিয়ে ওদের আগ্রহটা আমরা সুরক্ষিত করতে চাই।

ফাহিম যোগ করেন, এই মুহূর্তে সংখ্যাটা বলতে চাই না। একটা সংখ্যা আছে। সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। পর্যালোচনার মতোই বোঝায়। তবে অনুমোদন হয়ে গেছে। এখন যেটা দেখানো হবে, সেটাই চূড়ান্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, আগে মানে এ বছর পর্যন্ত বিসিবির বেতন কাঠামো ছিল সাদা বল আর লাল বলে। এখন সেটা আবার পুরোনো কাঠামোয় ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ বেতন হবে এ, বি, সি, ডি, ই ক্যাটাগরিতে।

তবে জানা গেছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে এবং তাদের আর্থিক দিক থেকে সমৃদ্ধ করতে অন্য ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু টেস্ট স্পেশালিস্টদের আর্থিক দিক থেকে সমৃদ্ধ ও লাভবান করার সিদ্ধান্ত হয়েছে।

অর্থাৎ কেউ শুধুমাত্র এক ফরম্যাটের টেস্ট খেলেও এ ক্যাটাগরিতে বেতন পেতে পারেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com