মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব

ক্যান্সারে শয্যাশায়ী ‘বাঙালি’ স্বর্ণকন্যা মার্গারিটার বাবা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ১২৩ বার পড়া হয়েছে
আব্দুল্লাহ আল-মামুনের কোলে মার্গারিটা

বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশকে অলিম্পিক স্বর্ণপদকের গর্ব অনুভব করানো সেই মার্গারিটা মামুনের বাবা আব্দুল্লাহ আল-মামুন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বিছানায় শুয়ে-শুয়েই দেখেছেন মেয়ের বিজয়-দৃশ্য।

আব্দুল্লাহ আল-মামুনের বাড়ি রাজশাহীর কাশিপুর গ্রামে। সেখানে থাকেন তার বোন দিনা জহুরা। গতকাল কথা হয় তার সঙ্গে।

মার্গারিটাকে কাশিপুরবাসী রিতা বলে ডাকে। বাবার সঙ্গে তিনবার গ্রামে এসেছেন তিনি। সর্বশেষ এসেছেন আট বছর আগে। তখন তার বয়স ছিল ১২ বছর। মার্গারিটা সোনা জয়ের পর থেকে কাশিপুরবাসী আনন্দে ভাসছে।

মামুন গ্রামে একতলা বাড়ি নির্মাণ করেছেন। এসে সেই বাড়িতেই ওঠেন। মার্গারিটা বাংলাদেশের খাবার খেতে পারেন না। তাই তাকে সেদ্ধ চিংড়ি এবং মাংসই খাওয়ানো হতো।

মস্কোতে জন্ম নেওয়া ২০ বছর বয়সী মার্গারিটা গেমসের পঞ্চদশ দিনে বাংলাদেশ সময় শনিবার গভীর রাতে ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ইভেন্টে সোনা জেতেন।

মার্গারিটার বাবা মেরিন প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রাশিয়াতেই থিতু হয়েছেন। মা সাবেক রিদমিক জিমন্যাস্ট আন্নার কাছ থেকেই দীক্ষা পেয়েছেন তিনি।

মার্গারিটা শেষবার যখন দেশে এসেছিলেন, তখন বেশিরভাগ সময় প্রতিবেশী শিশুদের সঙ্গে মেতে থাকতেন। ঘরের পাশে একটি পুকুর আছে। পুকুরপাড়ে আনমনা হয়ে মাছ দেখতে ভালোবাসতেন।

জহুরা বলেন, ‘মামুন সবসময় তার মেয়েকে স্মরণ করিয়ে দিত এটাই বাড়ি। সময় পেলে যেন বাংলাদেশ দেশে চলে আসে।’

মামুন এসএসসি পাশ করেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে। এইচএসসি করেন দিনাজপুর সরকারী কলেজ থেকে। এরপর ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে।

‘মর্গে লাশ দেখে ও ডাক্তারি পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এরপর ভর্তি হয় ইঞ্জিনিয়ারিংয়ে। ১৯৮৩ সালের শেষ দিকে বৃত্তি নিয়ে রাশিয়া চলে যায়। এরপর আন্নাকে বিয়ে করে। মামুনের একটি ছেলেও আছে। নাম ফিলিপ আল মামুন।’ বলেন জহুরা।

শনিবার রাতে কাশিপুরের অনেকে টিভির সামনে অপেক্ষায় ছিলেন। তাদের মেয়ে সোনা জিতবেন বলে। মার্গারিটা জন্মভূমির এই রাতজাগা মানুষকে হতাশ করেননি। পদক হাতে নিয়ে ভুলে যাননি এই দেশটার নাম। সোজাসুজি বলে দেন, ‘এই পদক বাংলাদেশেরও।’

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com