বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর প্রয়োজনীয় সংস্কার বছরের মাঝামাঝিতে শেষ হবে না: সারজিস আলম হত্যাচেষ্টা মামলায় সালমান ও পলক ফের রিমান্ডে ১২ জেলায় রেজিস্ট্রার বদলির প্রস্তাব অনুমোদন ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড

কোরিয়ার অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

কোরিয়ার অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ ডেটা স্থাপন হলে পরিসংখ্যান পরিষেবার সক্ষমতা বাড়বে। বিবিএস’র ডেটায় সবাই প্রবেশাধিকার পাবে। 

তবে তথ্য নিতে হলে সবাইকে ল্যাবে এসে নিতে হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য প্রকাশ করা হয়। 

ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সচিব পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগ মো. মাহবুব হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন- মহাপরিচালক, আইসিটি বিভাগ, আইসিটি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মুহাম্মদ আনোয়ার উদ্দিন এবং অতিরিক্ত সচিব, পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগ মো. হামিদুল হক। 

এসময় বক্তব্য দেন-  কান্ট্রি ডিরেক্টর কোইকা বাংলাদেশের তাইয়ং কিম। প্রবন্ধ উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমেদ।

বিবিএস জানায়, পরিসংখ্যান পরিষেবার সক্ষমতা বৃদ্ধি ২০২৩ সালের অক্টোবরে প্রকল্পটি শুরু হয়। আগামী ২০২৬ সালের ডিসেম্বর সমাপ্ত হবে। এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১৪৪ কোটি ৭ লাখ টাকা। যার মধ্যে জিওবি ফান্ড থেকে ৩৭.৯২ কোটি এবং কোইকার অর্থায়ন অনুদান ১০৬.১৫ কোটি টাকা (প্রকল্প সাহায্য)। 

প্রকল্পের মূল উদ্দেশ্যগুলো হলো- একটি সমন্বিত ডেটা ওয়্যারহাউজ স্থাপন, বিদ্যমান সার্ভার রুমের সংস্কার, ছোট পরিসরে বিগ ডেটা প্ল্যাটফর্ম স্থাপন, স্থানীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন। 

পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী দেশের পরিসংখ্যানিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, সময়োপযোগী এবং ডেটা-চালিত করার ক্ষেত্রে এই ডেটা ওয়্যারহাউজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পের মাধ্যমে একটি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার প্রস্তুত করা হবে। যা বিভিন্ন উৎস থেকে আসা বৃহৎ পরিমাণ পরিসংখ্যানিক ডেটা সংরক্ষণ, পরিচালনা এবং বিশ্লেষণের জন্য ডিজাইন করা হয়েছে।

এতে দেশের পরিসংখ্যান প্রণয়ন ব্যবস্থা আরও কার্যকর ও দক্ষ হবে। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শক্তিশালী হবে। তথ্যভাণ্ডারটি ডেটা সংরক্ষণ, স্ট্যান্ডার্ডাইজেশন, অ্যাক্সেসিবিলিটি, আর্কাইভ, সিকিউরিটি, প্রক্রিয়াকরণ, টাইম সিরিজ ডেটা প্রস্তুতি, বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরি এবং পরিসংখ্যান ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

বিগ ডেটা প্ল্যাটফর্মের মাধ্যমে ডেটা একীকরণ, এনক্রিপশন, ভিজ্যুয়ালাইজেশন, রিয়েল-টাইম প্রক্রিয়াকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিশ্লেষণ এবং ডেটা ব্যবস্থাপনা ও বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও অবকাঠামো প্রস্তুত করা হবে।

ফলে বিগ ডেটা এবং বিজনেস ইন্টেলিজেন্স (বিআই) ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করা সম্ভব হবে। এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে বিচ্ছিন্নভাবে পরিচালিত সার্ভার-ভিত্তিক সিস্টেমগুলোকে সমন্বিত করা হবে।

সার্ভার রুমের অবকাঠামো উন্নয়ন করা হবে। সার্ভার এবং স্টোরেজ ব্যবস্থাপনায় সুশৃঙ্খলা আনয়ন করা হবে। ফলে সার্ভার ব্যবস্থাপনা কার্যক্রম উন্নয়ন হবে। ডেটা ওয়‍্যারহাউজ প্রতিষ্ঠার ফলে একটি কেন্দ্রীয় স্থানে একই ফরম্যাটে সব ডেটা সংরক্ষণ করা যাবে। এতে ডেটা অ্যাক্সেস সহজ হবে এবং সময় ও সম্পদের সাশ্রয় হবে।

এছাড়া এই প্রকল্পের মাধ্যমে পরিসংখ্যান সেবা আধুনিকীকরণের জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়নকরণ, তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নয়নকরণ, নতুন সিস্টেম এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার ও স্থায়িত্ব নিশ্চিত করতে ব্যুরোর জনবলের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান করা হবে। কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা কোইকার কারিগরি ও আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com