শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

কোরাম সঙ্কটে সংসদের ক্ষতি ১২৫ কোটি টাকা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: গত বছর জাতীয় সংসদ অধিবেশনে প্রতি কার্যদিবসে গড়ে ৩০ মিনিট কোরাম সংকটের কারণে অপচয় হয়েছে। এর প্রতি মিনিটে গড় অর্থমূল্য ৬৩ হাজার ৬৮৬ টাকা।

এই হিসাবে গত বছর কোরাম সংকটের সময়ের অর্থমূল্য ৩৭ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ১৩৮ টাকা। চলতি দশম সংসদে কোরাম সংকটের অর্থমূল্য ১২৫ কোটি টাকা।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইণ্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত পার্লামেন্টওয়াচ নামে সংসদ বিষয়ে এক ‘গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়।

এ সময় গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৪তম অধিবেশন থেকে ১৮তম অধিবেশন পর্যন্ত একটি প্রতিবেদন উপস্থাপন করে টিআইবি।

প্রতিবেদনে সংসদকে অধিকতর কার্যকর করার জন্য ১৪টি সুপারিশও করেছে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন নিয়ে কাজ করা আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানটি।

টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি পরিচালক মোহাম্মাদ রফিকুল হাসান বলেন, ২০১৬-২০১৭ অর্থ বছরের জাতীয় সংসদের সংশোধিত বাজেটের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বিভিন্ন ভাতা, সম্পদ ও অবকাঠামো মেরামত ও সংরক্ষণ, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন প্রাক্কলিত ব্যয় থেকে কোরামের টাকার হিসাব করা হয়েছে।  এই চারটি অধিবেশনে প্রতিদিন গড় কোরাম সঙ্কট ছিল ৩০ মিনিট।   চার অধিবেশনে কোরাম সঙ্কটের কারণে ক্ষতি হয়েছে ৩৭ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ১৩৮ টাকা।

টিআইবি দেয়ার তথ্য অনুযায়ী সংসদের ১৪ থেকে ১৮ তম অধিবেশন পর্যন্ত মোট কার্যদিবস ছিল ৭৬টি।  এ সময়ে ২৬০ ঘণ্টা ৮ মিনিট সংসদ চলেছে।  প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা ২৫ মিনিট সংসদ চলেছে।  এসব অধিবেশনে গড় উপস্থিতি ছিল ৩০৯ জন।  যা মোট সংসদের ৮৮ শতাংশ।

এমপিদের প্রধান কাজ আইন প্রণয়ন হলেও অধিবেশনের মাত্র ৭ শতাংশ সময় ব্যয় হয়েছে এ কাজে।  এ সময়ে ২৪টি সরকারি বিল পাস হলেও প্রতিটিতে সময় লেগেছে গড়ে ‘মাত্র’ ৩৫ মিনিট।  সবচেয়ে বেশি ব্যয় হয়েছে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে।  এ কাজে ৬৬ শতাংশ সময় ব্যয় হয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, সংসদ সদস্যদের উপস্থিতি তুলনামূলক বাড়লেও মন্ত্রীদের উপস্থিতি কমেছে।  সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ উভয়ের উপস্থিতি বাড়লেও বিরোধী দলীয় নেতার উপস্থিতি সংসদ নেতার চেয়ে উল্লেখ্যযোগ্যভাবে কম ছিল।  এ সময় সরকারি ও বিরোধী উভয় দলের সংসদে দেয়া বক্তব্যে আর্থিক খাতে অনিয়ম ও দুর্নীতির উল্লেখ্যসহ বাজেটে প্রস্তাবিত বিষয়ের ওপর গঠনমূলক আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে টিআইবি।

তবে অব্যাহত ছিল অসংসদীয় ভাষার ব্যবহার।  সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কিত ব্যক্তিগত ও পারিবারিক বিষয় উপস্থাপন করা হয়েছে। আর স্পিকার অসংসদীয় ভাষা ব্যবহার বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে জানানো হয় টিআইবির ওই প্রতিবেদনে।

প্রতিবেদন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হোসাইন মুহাম্মদ এরশাদের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়।  তাকে এ নিয়োগ দেয়া হলেও কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।  অথচ বিভিন্নভাবে তার পেছনে রাষ্ট্রের প্রতিমাসে খরচ ৫ লাখ টাকা।  তিনি বিশেষ দূত হিসেবে কি দায়িত্ব পালন করছেন তা নিয়েও প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানটি।

সংসদের এই কোরাম সঙ্কটকে উদ্বেগের বিষয় উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এটা সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে ঘাটতির পরিচয়।  কোরাম সঙ্কট যাতে না হয় সেদিকে সবাইকে সচেতন হতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা সুলতানা কামাল, নির্বাহী ব্যবস্থাপনা উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, জুলিয়েট রোজেটি প্রমুখ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com