বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

কোম্পানীগঞ্জে ভোটারদের নিরাপত্তায় ৩০০০ ফোর্স

নোয়াখালী প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিজ উপজেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জের আট ইউনিয়নে নির্বাচন উপলক্ষে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে ব্রিফিংকালে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এতথ্য জানান।

তিনি বলেন, সপ্তম ধাপের এ নির্বাচনে স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেউ ভোট ডাকাতি বা কেন্দ্র দখলের চেষ্টা করলে নিজ দায়িত্বে করবেন। আইনশৃঙ্খলা বাহিনী কাউকে এক চুলও ছাড় দেবে না।

এসপি আরও বলেন, আট ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে ১১০০ পুলিশ, ১৩০০ আনসার, ১০০ বিজিবি, ৭০ জন র্যাব, ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আটটি গোয়েন্দা টিম, চারটি ঊর্ধ্বতন পুলিশের টিম ছাড়াও জেলা বিশেষ শাখা (এসবি), কোস্টগার্ড ও এপিবিএনকে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এসময় বহিরাগত সন্ত্রাসী, ভিন্ন কেন্দ্রের ভোটার ও কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেন পুলিশ সুপার শহীদুল ইসলাম। সেই সঙ্গে প্রলোভনে পড়ে কোনো প্রার্থী থেকে কিছু না নেওয়ার আহ্বানও জানান তিনি।

কোম্পানীগঞ্জে ভোটারদের নিরাপত্তায় ৩০০০ ফোর্স

দলীয় সূত্র জানায়, ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ আট ইউনিয়নে আলাদা প্রার্থী দেওয়ায় কাউকে নৌকা দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩৯ জন চেয়ারম্যান, ৭৯ জন সংরক্ষিত নারী মেম্বার ও ৩০৫ জন সাধারণ মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোম্পানীগঞ্জে আট ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৭৫৭ জন এবং নারী ৮৮ হাজার ৭৭১ জন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com