শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

কোন অপরাধে ১২৩ বছর ধরে সাজা পাচ্ছে গাছটি?

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে

১২৩ বছর ধরে শিকলে বাঁধা আছে একটি গাছ। চারদিক দিয়ে গাছকে বেঁধে রাখা আছে, যাতে সে স্থান ত্যাগ করতে না পারে! গাছ আবার হাঁটতে চলতে পারে না-কি? এ বিষয়টি আমি বা আপনি জানলেও, হয়তো জানতেন না এক ব্রিটিশ অফিসার। তাই তো শিকলে বেঁধে গ্রেফতার করেন গাছকে।

১৮৯৮ সাল থেকে আজও গাছটি তার অপরাধের সাজা ভোগ করছে। তবে কী অপরাধ করেছিলো গাছটি? পাকিস্তানের উত্তর-পশ্চিমে এই গাছটির অবস্থান। এটি একটি বিশালাকার বটগাছ। উপনিবেশিক আমলে এই গাছটিকে এক ব্রিটিশ অফিসার আটক করেন।

jagonews24

ইতিহাসের তথ্য অনুযায়ী জানা যায়, ১৮৯৮ সালে তুরখান সীমান্তবর্তী ল্যান্ডি কোটলে ব্রিটিশ অফিসার জেমস স্কুইড গাছটিকে গ্রেফতার করেন। জানা যায়, এক সন্ধ্যায় ব্রিটিশ কর্মকর্তা জেমস মাতাল হয়েছিলেন। তিনি মাতাল অবস্থায় দেখছিলেন গাছটি তার দিকে এগিয়ে আসছে।

গাছটি যতই জেমসের দিকে এগিয়ে আসছিলো, তিনি ততই পিছিয়ে যাচ্ছিলেন। গাছে তাকে মেরে ফেলবে এই ভয়ে চিৎকার করতে থাকেন জেমস। এরপর তিনি মেস সার্জেন্টকে আদেশ করেন, বিশাল এই বটগাছকে গ্রেফতার কেরতে। এরপরই গাছটিকে শিকলে বাঁধা হয়।

jagonews24

ল্যান্ডি কোটলের খোগিখিল উপজাতির ৬০ বছরের প্রবীণ ইসলাম খান শিনওয়ারি এ বিষয়ে বলেন, ‘আমার দাদা ফতেহ খান শিনওয়ারি আমাকে বলেছিলেন, ব্রিটিশ সেনা অফিসার জেমস একজন নির্মম ব্যক্তি ছিলেন। যিনি ১৮৯৮ সালে এই গাছটিকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। আজও সেই লোহার বেরি পরে আছে গাছটি।’

শিনওয়ারি আরও বলেন, ‘গাছটি বর্তমানে যে জায়গাটিতে আছে, সিটি তার পৈতৃক সম্পত্তি ছিলো। তবে সেই সময় ব্রিটিশ সেনাবাহিনী জোর করে তার পরিবারের কাছ থেকে জমিটি নিয়েছিল। ১৯৪৭ সালে পাকিস্তান ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জন করলেও, গাছটি স্বাধীন হয়নি।’

jagonews24

আজও এই বটগাছের উপরে একটি বোর্ডে লেখা আছে, ‘আমি গ্রেফতার হয়ে আছি’। পাকিস্তান সেনাবাহিনীর ল্যান্ডি কোটাল সেনানিবাসের মাঠে বর্তমানে গাছটি পর্যটক, বিদেশি ও স্থানীয়দের কাছে আকর্ষণীয় স্থান। শুধু পাকিস্তান নয়, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এই পরাধীন গাছটি দেখতে ভিড় জমায়।

ওই অঞ্চলের সাংবাদিক আবু জার খান আফ্রিদি বলেন, ‘গাছটি আজও উপমহাদেশে ব্রিটিশ শাসনের নিপীড়নের দৃশ্য মনে করিয়ে দেয়। কল্পনা করে দেখুন, যদি কোনো ব্রিটিশ অফিসার একটি গাছকেও শৃঙ্খলে আটকে রাখতে পারে; তাহলে সে যুগে স্থানীয়দের সঙ্গে কেমন আচরণ করছিলেন তারা?

সূত্র: হাফ পোস্ট

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com