আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে গেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় সাকিবরা। ম্যাচ শুরু হওয়ার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নানা বিষয় নিয়ে কথা বলেন টাইগার অধিনায়ক।
ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারার পরেরদিন অধিনায়ক তামিম ইকবালের অবসর এবং চব্বিশ ঘণ্টা না যেতেই ফেরা নিয়েও সরগরম ছিল দেশের ক্রিকেট। দলীয় পারফরম্যান্সেও পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে তামিম ইস্যুতে ড্রেসিংরুমের পরিবেশ খেলায় তেমন প্রভাব ফেলেনি বলে মনে করেন বাংলাদেশ টি ২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
টি ২০ সিরিজ শুরুর আগেরদিন বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘দেখেন, বাইরে থেকে অনেক কিছু মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার মনে হয় না যে, আমরা কখনো অস্থির ছিলাম কিংবা এখন আছি। পরিবেশ তো আমি মনে করি ভালোই।
আফগানিস্তানের রশিদ খানকে তিনি বলেন, ‘কোনো একজন খেলোয়াড়কে নিয়ে আমরা ভাবি না।’ ইঙ্গিতটা যে রশিদ খানের প্রতি, তা বোঝাই যায়। সিরিজের দ্বিতীয় ও শেষ টি ২০ রোববার।
সংক্ষিপ্ত ফরম্যাটে সবসময়ই ভয়ংকর আফগানিস্তান। তাই টি ২০ সিরিজ শুরু হওয়ার আগে বাড়তি চিন্তা হওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু এ নিয়ে চিন্তিত নন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের মতে, ‘প্রতিপক্ষকে নিয়ে চিন্তা কম করলে ফলাফল আরও ভালো করে বাংলাদেশ।’ সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয় আমরা দল হিসাবে তখনই ভালো খেলি, যখন অন্য দলকে নিয়ে চিন্তা কম করি।’
বাংলা৭১নিউজ/এবি