বাংলা৭১নিউজ, ঢাকা: দেশের চলমান পরিস্থিতি নিয়ে বুধবার কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। চলমান জঙ্গি কার্যক্রম ও সন্ত্রাসের বিরুদ্ধে দলের অবস্থান তুলে ধরতেই এ আয়োজন করেছে দলটি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে বলে মঙ্গলবার রাতে জানান বিএনপির কূটনৈতিক সেলের সদস্য ও কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী।
তবে এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বৈঠক হলেও হতে পারে। তবে এ বিষয়ে আমি কিছু জানি না।’
দলের একটি সূত্র জানিয়েছে, বৈঠকের জন্য এরই মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার বিকেলেই বৈঠকটি হচ্ছে।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সিনিয়র নেতারা উপস্থিত থাকতে পারে।
বাংলা৭১নিউজ/এমএস