খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি আদায় দায়ী এমন অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ শেষে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রসংগঠনগুলো। এ সময় তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ফি বাতিলের দাবি জানায়।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে ফটকের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর দুপুর একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
এ সময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে যে হারে ফি বাড়ানো হচ্ছে তাতে মেধাবীরা সুযোগ পেলেও পড়তে পারবে না। অন্তু রায়ের মতো আর কোনো শিক্ষার্থীর যদি আত্মহত্যার দিকে যেতে হয়, তাহলে আমরা সকলে এক সাথে এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করবো। শিক্ষাক্ষেত্রে ফি বাড়ানোর পাঁয়তারা বন্ধ না করলে আইয়ুব-এরশাদের মতো দেশ থেকে পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। ’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে জাবি শাখার সভাপতি আবু সাঈদ বলেন, ‘একদিকে এই রাষ্ট্র উন্নয়নের ডামাডোল পিটাচ্ছে অন্যদিকে উন্নয়নের জাঁতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রিকশাচালক জরিমানা দিতে না পেরে আত্মহত্যা করছে আরেকদিকে অতিরিক্ত ফি’র জাঁতাকলে আত্মহত্যা করছে শিক্ষার্থীরা। ’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে। কুয়েটে অন্তু রায় আত্মহত্যা করেছে, আবার দেখা যাবে অন্য বিশ্ববিদ্যালয়েও আরেকজন আত্মহত্যা করেছে। আশা করব, এই সমস্যা সমাধানে রাষ্ট্র আশু ব্যবস্থা গ্রহণ করবে। ’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘এখন রমজান মাস চলছে। রমজানে মানুষের যেন ভোগান্তি না হয়, সে জন্য শিক্ষার্থীদেরকে মহাসড়ক ছেড়ে দিতে অনুরোধ করেছিলাম। শিক্ষার্থীরা আমার কথা রেখেছে, তারাও তাদের কর্মসূচি শেষ করে নিজ থেকেই অবরোধ উঠিয়ে নিয়েছে। ’
গত ৪ এপ্রিল খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বাসিন্দা কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় নিজ ঘর থেকে। শিক্ষার্থীদের দাবি, বকেয়া ফি’র টাকা দিতে না পেরে আত্মহত্যা করেছে অন্তু রায়।
বাংলা৭১নিউজ/এসএইচ