সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুড়িগ্রামে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল গড়িয়ে বেলা হলেও কুয়াশায় ঘিরে আছে চারদিক। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন।

সোমবার (২০ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আগামী আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে কনকনে ঠাণ্ডায় নাকাল খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষজন। তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে জেলার পাঁচ শতাধিক চর ও দ্বীপ চরের মানুষদের। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতেও দেখা গেছে।

পাঁচগাছি এলাকার ঘোড়ার গাড়িচালক আব্দুল জলিল বলেন, অতিরিক্ত ঠাণ্ডায় ঘোড়াগুলো দৌড়াতে পারছে না। ঠাণ্ডায় আমারও হাত পা অবশ হয়ে আসছে। কিন্তু আয় না করলে ঘোড়াগুলোকে খাওয়াবো কী এবং পরিবারকে খাওয়াবো কী? মালামাল পরিবহন না করলে না খেয়ে থাকতে হবে।

কুড়িগ্রাম শহরের ভ্যানচালক জব্বার আলী বলেন, ‘কয়েকদিন থেকে প্রচুর ঠাণ্ডা যাচ্ছে। শীতের কাপড় পড়েছি। তবুও ভ্যানগাড়ি চালালে সেই কাপড় ভেদ করে শির শির বাতাস লাগছে। এতে খুবই কষ্ট হচ্ছে।’

চর কুড়িগ্রাম এলাকার প্রতিবন্ধী ভিক্ষুক আব্দুল কুদ্দুস বলেন, ‘আমাদের এলাকার অধিকাংশ মানুষই গরীব। ভিক্ষা করতে শহরের দিকে যাচ্ছি। কিন্তু ঠাণ্ডায় হাতে-পায়ে যেন কামড় দিয়ে ধরছে। শির শির বাতাসে শরীর যেন অবশ হয়ে আসছে। কিন্তু ভিক্ষা না করলে খাবো কী।’

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, সোমবার (২০ ডিসেম্বর) কুড়িগ্রামের আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে জেলা জুড়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে। এছাড়া জানুয়ারি মাসে তাপমাত্রা কমে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com