সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চাকরির বয়স ৩৫ আন্দোলনকারীদের প্রতিনিধিদল যমুনায় অটোমেটেড সেবা প্রতিরোধ করবে অপচয় ও দুর্নীতি : অর্থ উপদেষ্টা নেপালে বন্যা-ভূমিধসে ১৯২ মৃত্যু, উদ্ধারে হিমশিম আমরা প্রস্তুত, দীর্ঘ যুদ্ধেও বিজয়ী হবো: হিজবুল্লাহর উপপ্রধান এবি ব্যাংকের বন্ড ইস্যু পুনর্বিবেচনার আবেদন তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার ৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে : আইজিপি প্রাথমিক শিক্ষা সংস্কারে কমিটি, নেতৃত্বে ইমিরেটাস অধ্যাপক মনজুর হাসিনার পতনের পর গ্রামীণফোনের শেয়ারদর বেড়েছে ৫৩ শতাংশের বেশি স্বামীসহ গ্রেফতার সাবেক এমপি হেনরি যুবদল নেতা হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর মিরাজ-সাকিবের ঘূর্ণির পর ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশমালা দেবে বিএনপি সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ১৮৬ নারী-কন্যাশিশু জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় মামলা চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি: পর্যালোচনা কমিটি গঠন ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ ঢাকাসহ ৯ অঞ্চলে মাঝ রাতের মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯১

কুড়িগ্রামে তিন নদীর পানি বাড়ছে

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়েছে। এসব নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে তিস্তার পানি কমতে শুরু করায় দুর্ভোগে পড়ে রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলের মানুষ। জনমনে স্বস্তি দেখা দিলেও নদীভাঙন দেখা দিয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি কমে বিপৎসীমার ২৯ দশমিক ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলা নদীর তালুক-শিমুল বাড়ি পয়েন্টে বিপৎসীমার ২৯ দশমিক ৮৭ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে বিপৎসীমার ২০ দশমিক ৯৮ সেন্টিমিটার ও দুধকুমার নদে নুন খাওয়া পয়েন্টে ২৩ দশমিক ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজারহাটের গতিয়াশাম এলাকার মো. আব্দুল হাই বলেন, দুদিন ধরে তিস্তার পানি ঢুকে চরের বাদাম, সবজি ও ধানক্ষেত তলিয়ে গেছে। তবে পানি দ্রুত নেমে যাওয়ায় সবজি ক্ষেতের ক্ষতি হলেও ধানের তেমন ক্ষতি হবে না।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কৃষক মো. কামাল হোসেন বলেন, দুই-তিনদিন ধরে ব্রহ্মপুত্রের পানি বেড়েছে। আজও পানি বাড়ছে। পানি বাড়া নিয়ে আমাদের আতঙ্ক নেই কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে। এ কয়দিনে চর যাত্রাপুরের ৮-১০ ঘর নদীতে তলিয়ে গেছে।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় মাত্র দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই-তিনদের মধ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, তিস্তার গতিয়াশাম ও উলিপুর একটি স্কুল নদীভাঙনের মুখে পড়ার খবর পেয়েছি। ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com