বাংলা৭১নিউজ,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরন করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে নির্বাচনী সিল, প্যাড ও ব্যালটসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরন শুরু হয়। দুরবর্তী ও দুর্গম কেন্দ্রগুলোতে আগে বিতরন করা হয়। পরবর্তীতে বাকী কেন্দ্রগুলোতে বিতরন করা হয়।
জেলার ৯ উপজেলার মধ্যে ফুলবাড়ী উপজেলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় বাকী ৮টি উপজেলায় নির্বাচনী সামগ্রী বিতরন করা হয়।
৮ উপজেলায় মোট ভোটার ১৪ লাখ ২০ হাজার ৪শ ৭জন এর মধ্যে পুরুষ ভোটার ৬লাখ ৯৮ হাজার ৮শ ৫৪ জন এবং নারী ভোটার ৭ লাখ ২১ হাজার ৫শ ৫৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬শ ৬১টি। প্রতিটি কেন্দ্রে ১৩ জন নিয়মিত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি ও র্যাব দায়িত্ব পালন করবে।
বাংলা৭১নিউজ/এসএইচ