বাংলা৭১নিউজ, হাছান কুতুবী, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কুতুবদিয়ায় ‘২য় উপজেলা কাব ক্যাম্পুরি-২০১৮ আজ শুক্রবার বিকেল ৩ টায় শুভ উদ্বোধন করেন কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত বর্নিল উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন সাবেক দুই উপজেলা চেয়ারম্যান এড.ফরিদুল ইসলাম চৌধুরী, মন্জুর আলম সিকদার ও থানা অফিসার ইন-চার্জ দিদারুল ফেরদাউস।
এতে উপস্থিত ছিলেন উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কাউটসের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী অভিভাবক। বাংলাদেশ স্কাউটস কুতুবদিয়া উপজেলা শাখার আয়োজনে ‘ঐতিহাসিক ধুরুং স্কুল এন্ড কলেজ স্টেডিয়ামে’ আগামী ১৩ মার্চ পর্যন্ত চলমান এ ক্যাম্পুরিতে উপজেলার প্রাথমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্টানের কচিকাঁচা শিক্ষার্থীদের নিয়ে গঠিত ১২০ টি কাবদল এতে অংশগ্রহণ করেন।
পৃথক পৃথকভাবে স্থাপিত ১২০ টি তাবুতে ৫দিন পর্যন্ত উৎসবমূখর পরিবেশে অবস্থান করে স্কাউটস আন্দোলনের বিভিন্ন থিম অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে শৃংখলিত করে তুলবে ওসব কোমলমতি শিশুরা। আগামী ১২ মার্চ সন্ধ্যা ৬টায় মহাতাঁবু জলসা ও সমাপনি অনুষ্টান শেষে ১৩ মার্চ সকাল ৯টায় তারা মাঠ ত্যাগ করবে।
এদিকে আগামী ১৪ মার্চ বিকেল ৩টায় শুভ উদ্বোধনী অনুষ্টানের মাধ্যমে শুরু হবে ৩য় উপজেলা স্কাউটস সমাবেশ-২০১৮। আগামী ১৮ মার্চ পর্যন্ত চলমান এ সমাবেশে অংশগ্রহণ করবে উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্টানের ৩৪ টি স্কাউটস দল।
বাংলা৭১নিউজ/জেএস